কয়েক বছর আগে রিলায়েন্স (Reliance) জিও আসতেই বদলে গিয়েছিল ভারতের প্রযুক্তির ইতিহাস। সাধারণ মানুষের হাতে পৌঁছে গিয়েছিল সস্তায় ইন্টারনেট, শুরু হয়েছিল ডিজিটাল বিপ্লব। আর এবার আবারও বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance) কর্ণধার মুকেশ আম্বানি।
শুক্রবার রিলায়েন্সের (Reliance) বার্ষিক সাধারণ সভায় আম্বানি জানালেন, রিলায়েন্স এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নামছে। নতুন সংস্থার নাম “রিলায়েন্স ইন্টেলিজেন্স”। লক্ষ্য একটাই— ভারতকে এআই-এর ক্ষেত্রে বিশ্বের সেরা আসনে বসানো।
সভায় তিনি (Reliance) গর্বের সঙ্গে বলেন— “আমরা ভারতের আগামী প্রজন্মের জন্য এক নতুন এআই পরিকাঠামো তৈরি করছি। বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে আমরা এগোচ্ছি। শুধু বড় কোম্পানিই নয়, গ্রাহক আর ছোট ব্যবসায়ীরাও সহজে এআই ব্যবহার করতে পারবেন।”
এই নতুন সংস্থা হয়ে উঠবে বিশ্বমানের গবেষক, ইঞ্জিনিয়ার আর ডিজাইনারদের কেন্দ্র। শুধু তাই নয়, গুগলের সঙ্গে ‘ডিপ এআই’ পার্টনারশিপেরও ঘোষণা করেছেন আম্বানি।
ভারতে এআই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি প্যারিসে এক এআই সামিটে বলেছিলেন— “স্বাস্থ্য, শিক্ষা, কৃষি থেকে শুরু করে কোটি মানুষের জীবন বদলে দিতে পারে এআই। তবে ভুয়ো খবর, ডিপ ফেক আর সাইবার সুরক্ষার দিকেও আমাদের সতর্ক থাকতে হবে।”
বিশ্বজোড়া আলোচনা যখন এআইকে ঘিরে, তখনই মুকেশ আম্বানির এই ঘোষণা নিঃসন্দেহে বড় চমক। অনেকের মতে, যেমন জিও ভারতের ইন্টারনেট জগৎ বদলে দিয়েছিল, এবার তেমনই কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন বিপ্লব আনতে চলেছেন তিনি।