বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone) আজ তিন সন্তানের মা। স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং সন্তানদের নিয়ে তাঁর ঘর আজ পরিপূর্ণ। কিন্তু এই সুখী গৃহকোণে পৌঁছনোর পথটা একেবারেই সহজ ছিল না (Sunny Leone)। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওনি জানালেন তাঁর মা হওয়ার লড়াইয়ের গল্প।
সানি (Sunny Leone) বলেন, “আমরা ভেবেছিলাম সারোগেসির মাধ্যমে সন্তান নেব। সন্তান হওয়ার পর কিছু বছর পরিবারকে সময় দিয়ে আবার কাজে ফিরব। কিন্তু আমাদের পরিকল্পনা মতো কিছুই হয়নি। আমার শরীর একেবারেই সাড়া দিচ্ছিল না। চিকিৎসকেরা জানিয়ে দেন, আমার শরীরে প্রাকৃতিকভাবে সন্তান ধারণের কোনও সম্ভাবনাই নেই।”
এরপর সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন সানি (Sunny Leone) ও ড্যানিয়েল। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ডিম্বাণু সংরক্ষণের কাজ। সেই ডিম্বাণু থেকে তৈরি হয় ছ’টি ভ্রূণ— চারটি মেয়েশিশুর এবং দুটি ছেলেশিশুর। দম্পতির ইচ্ছে ছিল প্রথম সন্তান হিসেবে মেয়ে আসুক তাঁদের জীবনে। কিন্তু নিয়তির নির্মম খেলায় চারটি মেয়েশিশুর ভ্রূণই নষ্ট হয়ে যায়।
সানি জানান, “সেই সময়টা ভীষণ কষ্টের ছিল। তবে আমরা দু’জন একে অপরের হাত শক্ত করে ধরেছিলাম। আমরা ডাক্তার পরিবর্তন করি, চেষ্টা চালিয়ে যাই। কিন্তু সেই দুঃসময় কাউকে কিছু জানাইনি, শুধু আমরা দু’জনেই সমস্ত কষ্ট সামলেছি।”
এরপর নতুন পথে হাঁটেন সানি-ড্যানিয়েল। ২০১১ সালে বিয়ে করার পর ২০১৭ সালে তাঁরা দত্তক নেন এক কন্যাসন্তান, যার নাম রাখেন নিশা কৌর ওয়েবার। এক বছর পর, ২০১৮ সালে জন্ম নেয় তাঁদের আরও দুই সন্তান, যমজ ছেলে নোয়া এবং অশের। আজ তাঁদের সংসার হাসি-আনন্দে ভরা।