ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব ফের নিজের কাঁধে তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার আরও এগিয়ে দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাণিজ্য বন্ধ ও শুল্কের হুমকি দিয়ে তিনি ইসলামাবাদের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন (Donald Trump)।
ভারতের তরফে এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি (Donald Trump)। তবে দিল্লি আগেই স্পষ্ট করেছে— ট্রাম্পের দাবি ভিত্তিহীন। ভারত বারবার বলেছে, পাক সেনার ডিরেক্টর জেনারেলের অনুরোধের পরই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল নয়াদিল্লি, আমেরিকার কোনও ভূমিকা নেই।
কিন্তু থামার পাত্র নন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলেছি। আমি বলেছিলাম, ভারত আর পাকিস্তানের মধ্যে এত ঘৃণা কেন? শত শত বছর ধরে লড়াই চলেছে। এটা থামাতে হবে।”
ট্রাম্পের আরও দাবি, সেই সময় তিনি নাকি মোদীকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন। তাঁর কথায়, “আমি মোদীকে বলেছিলাম, তোমাদের সঙ্গে আমি কোনও বাণিজ্য চুক্তি করব না। আমি এত বড় শুল্ক চাপাব যে তোমাদের মাথা ঘুরে যাবে। তোমরা যদি লড়াই চালিয়ে যাও, তবে তা পারমাণবিক যুদ্ধে গিয়ে পৌঁছবে। আমি বলেছিলাম, আগামিকাল আমায় ফোন করো, নইলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
অবিশ্বাস্য দাবি করে ট্রাম্প বলেন, তাঁর এই হুমকির পাঁচ ঘণ্টার মধ্যেই ভারত ও পাকিস্তান শান্তি আলোচনায় বসে এবং সংঘর্ষবিরতি ঘোষণা করে। এমনকি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, “আবার হয়তো সংঘাত শুরু হয়েছে। যদি তা হয়, আমি আবারও তা থামাব। আমরা এ ধরনের ঘটনা হতে দিতে পারি না।”
উল্লেখযোগ্য বিষয়, এর আগেও অন্তত ৪০ বার ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে ভারত-পাকিস্তানের সংঘাত তিনি নিজে থামিয়েছেন। শুধু তাই নয়, সোমবার তিনি দাবি করেছেন, তিনি নাকি বিশ্বজুড়ে মোট ৭টি যুদ্ধ বন্ধ করেছেন। তাঁর দাবি অনুযায়ী, প্রতিবারই শুল্ক ও বাণিজ্যের হুমকি দিয়ে শান্তি স্থাপন করেছেন।