ভারত মানবিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানকে (Pakistan) আগেভাগেই বন্যা সতর্কবার্তা পাঠিয়েছে। গত কয়েক দিনে ভারী বৃষ্টির কারণে জম্মুর তাওয়ি নদীতে বিপজ্জনক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যা পাকিস্তানের (Pakistan) জন্যও হুমকি।
সূত্রের খবর, পাকিস্তানের (Pakistan) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর ভিত্তিতে পাকিস্তান (Pakistan) সরকারও হাই অ্যালার্ট জারি করেছে। ৩০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ভারতের তথ্যের কারণে অনেক অসহায় পাকিস্তানি নাগরিককে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো সম্ভব হয়েছে।
জানা গেছে, মে মাসে ভারত-পাক তীব্র সংঘাতের পর এটাই প্রথমবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ। ইতিমধ্যেই পাকিস্তানকে দেওয়া তথ্যের কারণে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, জুন ২৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত মৌসুমি বৃষ্টিতে পাকিস্তানে ৭৮৮ জনের মৃত্যু এবং ১ হাজার ১৮ জন আহত হয়েছে। ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তার কারণে আরও বড় বিপর্যয় রোধ করা সম্ভব হয়েছে।
এর পেছনের কারণ হলো, সম্প্রতি জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়া। বিশেষত ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তান ও ভারতের জলবণ্টন নিয়ন্ত্রণ করত, তা স্থগিত থাকায় নদীর জলস্তর নিয়ন্ত্রণে থাকেনি।
এবার ভারতের মানবিক পদক্ষেপের কারণে হাজার হাজার পাকিস্তানি প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিবেশী দেশকে আগেভাগেই সতর্ক করা মানুষের জন্যে জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।