গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর এখন অনেকের প্রশ্ন, বৃষ্টি কবে থামবে এবং আবহাওয়া কেমন থাকবে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলীয় এলাকা ও পশ্চিমের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে (Weather Update)। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে (Weather Update)। তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা আবার বেড়ে যেতে পারে।
উত্তরবঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে (Weather Update)। ওপরের দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি কমবে, তবে শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টির আশঙ্কা।
কলকাতায় আজ সোমবার আকাশ আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা অনুভূত হবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, আর্দ্রতা ৮৮ থেকে ৯৭ শতাংশ।
এই পরিস্থিতির কারণ হলো, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়া। সোমবার এটি নিম্নচাপে পরিণত হবে। এছাড়া, মৌসুমি অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। মঙ্গল ও বুধবার বাংলার ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।