Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হিসেব না দিলে পুজোর অনুদান বন্ধ! কলকাতা হাইকোর্টের কঠোর নোটিশ
রাজ্য

হিসেব না দিলে পুজোর অনুদান বন্ধ! কলকাতা হাইকোর্টের কঠোর নোটিশ

calcutta high court
Email :4

প্রতি বছর দুর্গা পুজোর জন্য রাজ্য সরকার যে অনুদান ঘোষণা করে, তার অঙ্ক ক্রমশ বাড়ছে। চলতি বছর প্রতি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে (Calcutta High Court)। অনুদানের পাশাপাশি বিদ্যু বিলেও থাকবে ছাড়।

কিন্তু এবার আদালত প্রশ্ন তুলেছে, ক্লাবগুলি কি আদৌ অনুদানের হিসেব দিচ্ছে? টাকা কীভাবে খরচ হচ্ছে, তার কোনও হিসেব পাওয়া যাচ্ছে কি না? এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন মামলা হয়েছে।

সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে সেই মামলার (Calcutta High Court) শুনানি হয়। আদালত চায়, গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব অনুদানের হিসেব দিয়েছে, কারা দেয়নি, তার বিস্তারিত তথ্য রাজ্যকে হলফনামার মাধ্যমে তলব করতে। আদালত স্পষ্ট করে বলেছেন, যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বিচারপতি বলেন, “প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।”

আগের নির্দেশ অনুযায়ী ক্লাবগুলিকে হিসেব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তা এখনও পূর্ণভাবে মেনে চলা হয়নি। রাজ্যের পক্ষ থেকে এদিন অ্যাটর্নি জেনারেল দাবি করেন, পুজোর পরে এর শুনানি হোক। কিন্তু বিচারপতি পাল এ দাবি মানেননি। আদালত বলেন, “পুজোর পরে এই মামলার গুরুত্ব কমে যাবে। যে বিষয়ে অভিযোগ এসেছে, সেই বিষয়েই পদক্ষেপ নিতে হবে। তাই পুজোর আগে কাজ শেষ করতে হবে।”

মামলায় উল্লেখ করা হয়েছে, গত বছর বহু ক্লাব অনুদানের হিসেব দেইনি। এবার রাজ্য হলফনামা দিয়ে জানাবে, কোন ক্লাব হিসেব দিয়েছে, কোন ক্লাব দেয়নি। যদি কেউ দেয়নি, তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আদালত জানতে চায়।

পরবর্তী শুনানি বুধবার নির্ধারিত। আদালতের কঠোর পদক্ষেপে ক্লাবগুলির মধ্যে উত্তেজনা এবং শঙ্কা দেখা দিয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts