প্রাথমিক শিক্ষা পর্ষদে হঠাৎ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২০২২ সালের টেট পরীক্ষার (TET Exam) ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর ফল একটি ভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। শুধু ফল নয়, সেখানে থেকে সরাসরি সার্টিফিকেট ডাউনলোডের অপশনও দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, সেটিও স্পষ্টভাবে উল্লেখ আছে (TET Exam)।
এই ওয়েবসাইটে কেবল প্রাথমিক শিক্ষা বোর্ডের ফলই নয়, ভোটার কার্ডসহ অন্যান্য ব্যক্তিগত তথ্যও পাওয়া যাচ্ছে। কিন্তু সরকারি ওয়েবসাইটে এই ধরনের কোনও তথ্য নেই (TET Exam)। এ কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। পরীক্ষার ফল, ইন্টারভিউ, নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের হাজার হাজার অভিযোগ এবং প্রতিবাদ আছে। এই ঘটনা আরও বড় বিতর্ক সৃষ্টি করেছে।
পর্ষদ বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সচিব পর্যায়ে অনুসন্ধান চলছে। পরীক্ষা ও ফলের তথ্য কীভাবে ফাঁস হলো, নেপথ্যে কেউ আছে কি না, তা যাচাই করা হচ্ছে (TET Exam)।
পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, “আমাকে আগে সত্যিটা দেখতেই হবে। আমাদের ওয়েবসাইট থেকে এমন কোনও তথ্য ফাঁস হওয়া সম্ভব নয়। যদি কোথাও কোনও চক্র থাকে, আমরা ব্যবস্থা নেব। আগে বিষয়টি পরীক্ষা করে দেখুন।”
শিক্ষাকর্তাদের মতে, এই ঘটনায় বড় কোনো রহস্য বা চক্র থাকতে পারে। বিষয়টি খুব শীঘ্রই হাইকোর্টেও উপস্থাপন করা হবে।
এখন প্রশ্ন হলো—কারা এবং কীভাবে সরকারি তথ্যকে অন্য ওয়েবসাইটে প্রকাশ করলো, এবং পরীক্ষার্থীদের স্বার্থে কত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।







