রবিবার সারাদিন বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Bridge)। সেতুর হ্যাঙ্গিং কেবল ও বিয়ারিং মেরামতির কাজের কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়ের দুটি পিলারে লোহার বিম বসানোর কাজের জন্য ওই রাস্তাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে (Second Bridge)।
হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, রবিবার ভোর চারটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনো গাড়ি চলতে পারবে না (Second Bridge)। সেতুর সমস্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে পাহারা দেওয়া হয়েছে। খড়গপুর থেকে হাওড়াগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলো হাওড়া ব্রিজ জি টি রোড বালি হয়ে মাইতি পাড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে (Second Bridge)।
মালবাহী গাড়ি ছাড়া বাস ও অন্যান্য যানবাহনকে আন্দুল রোড হয়ে আলমপুরে জাতীয় সড়কে পাঠানো হচ্ছে। হানস্যাং ক্রসিং থেকে শৈলেন মান্না সরণি, হাওড়া আমতা রোড, ডোমজুড় হয়ে গাড়িগুলো নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে টোল প্লাজার কর্মীরা কাজের পাশাপাশি ক্রিকেট খেলতে দেখা গেছে। তবে ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় অনেক কম ছিল।