মহারাষ্ট্রের ওয়ার্ধায় মিলল নিখোঁজ মহিলার দেহ (Body Recover)। চাঞ্চল্যকরভাবে তাঁর দেহ বাড়ির কাছেই মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আর এই ভয়ঙ্কর ঘটনাটি উদঘাটনে বড় ভূমিকা নেয় ন্যাফথলিন বলের গন্ধ (Body Recover)। কয়েকদিন আগে ওই মহিলা নিখোঁজ হন, আর তাঁর স্বামী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ যখন তাঁকে আরও তথ্যের জন্য খুঁজতে যায়, তখন দেখা যায় তাঁর ফোন বন্ধ, আর তিনি নিজেই উধাও।
পুলিশের সন্দেহ বাড়তে থাকায় তারা সরাসরি ওই দম্পতির বাড়িতে যায়। সেখানেই তীব্র গন্ধ টের পেয়ে মাটির উপরে ছড়িয়ে থাকা ন্যাফথলিন বল দেখতে পান অফিসাররা। খুঁড়ে দেখা যায়, মাটির নিচে বস্তায় মোড়া অবস্থায় পোঁতা রয়েছে মহিলার দেহ (Body Recover)। পুরো এলাকা জুড়ে নেমে আসে আতঙ্ক। কীভাবে খুন হলেন ওই মহিলা, তা এখনও স্পষ্ট নয়। নিখোঁজ স্বামীর খোঁজে নেমেছে পুলিশ।
এদিকে, হরিয়ানার গুরুগ্রামে আরেকটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে প্রাণ হারালেন স্ত্রী। জানা গিয়েছে, মনের অশান্তি থেকে দু’জনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ঝগড়ার সময়ে স্ত্রী নিশা বিশ্বাস স্বামী রাজেন্দ্রকে রান্নাঘরের চিমটা দিয়ে আঘাত করেন। এরপর রাজেন্দ্র ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। স্ত্রী অচেতন হয়ে পড়তেই ওড়না দিয়ে গলা টিপে হত্যা করেন তিনি।
পুলিশ শুক্রবার সকালে নিশার দেহ উদ্ধার করে। রাজেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।