Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বন্যা বিধ্বস্ত গ্রামে মৃত্যু মিছিল! বিষ জল খেয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু
রাজ্য

বন্যা বিধ্বস্ত গ্রামে মৃত্যু মিছিল! বিষ জল খেয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু

dead body m
Email :5

মালদহের (Maldah) বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা। কয়েক ঘণ্টার মধ্যে একই পরিবারের তিনজন সদস্যের মৃত্যুতে স্তব্ধ এলাকা। মৃতরা হলেন শাশুড়ি, পুত্রবধূ এবং এক নাতনি। মৃতদের নাম পুষ্প মণ্ডল (৬৫), বুল্টি মণ্ডল (৩৫) এবং পিউ মণ্ডল (১০)।

পরিবার ও স্থানীয় (Maldah) সূত্রে জানা গিয়েছে, তিনজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয় বৈষ্ণবনগরের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মালদহ (Maldah) মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে মারা যায় ছোট্ট পিউ। রাতে মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুষ্প ও বুল্টি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে তিনজনের । পরিবারের দাবি, বাড়ির টিউবওয়েলের জল কিংবা খাবারের মাধ্যমে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সঠিক কারণ জানা যাবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির খাবার এবং টিউবওয়েলের জল পরীক্ষা করা হবে।

গ্রামবাসীদের অভিযোগ, বন্যা পরিস্থিতিতে এলাকায় জলবাহিত রোগ ছড়াচ্ছে। কিন্তু স্বাস্থ্য দফতরের কোনও টিম সেখানে যায়নি, খোঁজও নেয়নি। তাই মৃত্যুর ঘটনা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts