ঝাড়গ্রামের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা (TMC Minister)। শুক্রবার লালগড় ব্লকের দহিজুড়ি অঞ্চলের বান্দরবনি জুনিয়র হাই স্কুলে শিবিরে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা (TMC Minister)। অভিযোগ, চার বছর ধরে একবারও এলাকায় এসে মানুষের সমস্যার খোঁজ নেননি মন্ত্রী। রাস্তাঘাট বেহাল, আবাসন নিয়ে কারচুপি, প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও কাজ হয়নি। এমনকি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি (TMC Minister)।
এদিন বিরবাহাকে সামনে পেয়েই রাস্তার করুণ অবস্থা থেকে শুরু করে একাধিক সমস্যা তুলে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন (TMC Minister)। কার্যত চুপ করে দাঁড়িয়ে থাকেন বিরবাহা হাঁসদা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন তাঁর সঙ্গী কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন যে রাস্তাঘাটের কাজ এবার শুরু হবে। তিনি জানান, বান্দরবনি থেকে কেন্দডাংরি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। এরপর দুই মন্ত্রী (TMC Minister) মিলে সেই ভাঙাচোরা রাস্তা পায়ে হেঁটে ঘুরে দেখেন।
শেষমেশ কারামন্ত্রীর বারবার আশ্বাসের পর বিরবাহাকে ঘেরাও মুক্ত করেন গ্রামবাসীরা। তবে তাঁদের ক্ষোভ, “বিরবাহা কোনও কাজ করেননি। এলাকায় আসেন না, মানুষের কথা শোনেন না। তাই আজ সামনে পেয়ে সব অভিযোগ জানালাম।”
এই ঘটনার পর বিজেপিও তৃণমূলকে কটাক্ষ করেছে। ঝাড়গ্রাম জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশিস কুণ্ডু বলেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান আসলে ভাঁওতাবাজি প্রোগ্রাম। মানুষ সেটা ধরে ফেলেছে বলেই আজ মন্ত্রীরা বিক্ষোভের মুখে পড়েছেন। ভোটের আগে এসব নাটক করে আর লাভ নেই।”