ফাইলস ট্রিলজির শেষ ছবি দ্য বেঙ্গল ফাইলস এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। ১৯৪৬ সালের ১৬ আগস্ট বাংলার ইতিহাসে ঘটে যাওয়া ভয়ঙ্কর ডিরেক্ট অ্যাকশন ডে নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। কলকাতায় ছবির ট্রেলার লঞ্চ নিয়েই ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। আর এই আবহেই হঠাৎ বলিউড তারকা জন আব্রাহাম মন্তব্য করলেন বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) দ্য কাশ্মীর ফাইলস নিয়ে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জন স্পষ্ট ভাষায় বলেন, “আমি কখনও দ্য কাশ্মীর ফাইলস-এর মতো সিনেমা বানাতাম না। কারণ, এই ধরনের ছবি স্পর্শকাতর রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের মনে ভয় বা উদ্বেগ বাড়িয়ে দিতে পারে।”
জনের এই মন্তব্য শুনে একেবারে ক্ষেপে যান পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। পালটা তোপ দেগে তিনি (Vivek Agnihotri) বলেন, “জন কোনও ঐতিহাসিক নন, কোনও লেখকও নন। সে উগ্র জাতীয়তাবাদ নিয়ে সিনেমা করে, কিন্তু আমার ছবির বিষয়ে মন্তব্য করার যোগ্যতা ওর নেই। দেশের যদি কোনও খ্যাতনামা ইতিহাসবিদ এমন কথা বলতেন, আমি মানতাম। কিন্তু জন কী বলল, তাতে আমার কিছু যায়-আসে না।”
সেখানেই থামেননি বিবেক (Vivek Agnihotri)। তিনি আরও কড়া ভাষায় বলেন, “আমাকে বলুন তো, কবে ভারতের রাজনৈতিক পটভূমি শান্ত ছিল? কবে দেশে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব ছিল না? জনের উচিত বাইক চালানো আর প্রোটিন শেক খাওয়া— সেটাই ওকে মানায়। সিনেমার কথা ওর মুখে মানায় না। তাই সিনেমা নিয়ে ওর কিছু না বলাই ভালো।”
উল্লেখ্য, ২০০৭ সালে বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় গোল সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। সেই প্রসঙ্গ টেনে এনে বিবেক বলেন, “জন খুবই সাধারণ মানের অভিনেতা। ওর সঙ্গে কাজ করা ভীষণ কষ্টকর ছিল। অভিজ্ঞতাও মোটেই ভালো নয়।”