বাগদার (Bagdah) সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ক্লাস চলাকালীন হঠাৎই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল সপ্তম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্কুলে।
জানা গিয়েছে, ক্লাস (Bagdah) শুরু হতেই আচমকা ওই ছাত্রী নিজের ব্যাগ থেকে বিষ জাতীয় কিছু বের করে খেয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা দৌড়ে গিয়ে খবর দেয় শিক্ষকদের। তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে সিন্দ্রানী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে চিকিৎসকরা পরিস্থিতি জটিল দেখে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন (Bagdah) । বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই নাবালিকা।
তবে কেন এই অপ্রত্যাশিত পদক্ষেপ নিল ছাত্রী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, আগের দিন স্কুলে বান্ধবীদের সঙ্গে ঝগড়া হয়েছিল তার। আবার শোনা যাচ্ছে, বাড়িতে পড়াশোনা না করায় নাবালিকার বিয়ের কথা উঠেছিল (Bagdah) । সেই মানসিক চাপে হয়তো আত্মহত্যার চেষ্টা করেছে সে। যদিও নাবালিকার মা এই অভিযোগ মানতে নারাজ।
স্কুলের প্রধান শিক্ষক আনন্দ সরকার জানিয়েছেন, “আমাদের স্কুলে দু’হাজারের বেশি ছাত্রছাত্রী পড়ে। আমরা নিয়মিত কাউন্সেলিং করি। তবে কেউ যদি ব্যাগে লুকিয়ে এ ধরনের কিছু নিয়ে আসে, সেটা বোঝা সত্যিই কঠিন। আমরা যত দ্রুত সম্ভব ছাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এখন সে চিকিৎসাধীন এবং সুস্থ আছে।”
ঘটনার খবর পেয়ে স্কুলে হাজির হন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানও। হঠাৎ এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।