Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • লক্ষাধিক টাকার লুঠ, অভিযুক্তদের তালিকায় বিজেপি নেতার ভাই
জেলা

লক্ষাধিক টাকার লুঠ, অভিযুক্তদের তালিকায় বিজেপি নেতার ভাই

arrested
Email :5

পূর্ব মেদিনীপুরে বড়সড় চাঞ্চল্য! ভূপতিনগর থানার জুখিয়া এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল এক বিজেপি নেতার ভাই। সোমবার রাতে সহদেব শী নামে এক বাসিন্দার ফাঁকা বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা (BJP Leader)। স্ত্রীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সহদেববাবু। কিন্তু ফিরে এসে তাঁর চোখে ধরা দেয় ভয়ার্ত ছবি— ভাঙা তালা, চুরমার জানলা, এলোমেলো ঘর আর শূন্য আলমারি। নগদ টাকা, সোনার গয়না, এমনকি একটি বাইকও খোয়া যায়। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি (BJP Leader)।

পরদিনই সহদেব শী ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার শেখ মহম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে তৎপর হয় পুলিশ দল। অভিযোগ জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ (BJP Leader)। ধৃতদের নাম সমীরণ মিদ্দ্যা, সঞ্জয় মিদ্দ্যা, শম্ভু দাস ও অরিন্দম শাসমল। পুলিশ সূত্রে খবর, জেরা চালানোর পর অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে (BJP Leader)।

কিন্তু সবচেয়ে বড় চমক হল ধৃতদের মধ্যে সমীরণ মিদ্দ্যা স্থানীয় ভগবানপুর-২ মণ্ডলের বিজেপি সভাপতি তপন মিদ্দার ভাই। এই খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপি নেতার ভাইয়ের এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা নেতৃত্ব।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts