বলিউডের অভিজ্ঞ অভিনেত্রী নীনা গুপ্তা (Nina Gupta) আবারও প্রমাণ করে দিলেন, বয়স কেবল একটা সংখ্যা আর আসল শক্তি হলো আত্মবিশ্বাস। ৬৫ বছর বয়সেও তিনি যেমন খোলামেলা স্বভাবের জন্য পরিচিত, তেমনই স্পষ্টভাষী। এবার এক ট্রোলকে দারুণ জবাব দিলেন তিনি, যিনি নীনার এয়ারপোর্টে শর্টস পরা নিয়ে কটাক্ষ করেছিলেন (Nina Gupta)।
ঘটনাটি শুরু হয় নীনার (Nina Gupta) একটি ইনস্টাগ্রাম ভিডিও দিয়ে। ভিডিওতে দেখা যায় তিনি এয়ারপোর্টে বসে আছেন কালো পোশাক আর শর্টসে। ভক্তদের সঙ্গে গল্প করছেন এবং নিজের ছোট্ট ভ্রমণ টিপস শেয়ার করছেন (Nina Gupta)। তিনি জানান, দীর্ঘ সময় এয়ারপোর্টে বসে থাকতে হলে তিনি সঙ্গে রাখেন ঘরোয়া খাবারের টিফিন। তাঁর প্রিয় হলো আলু, পনির, পেঁয়াজ, মরিচ মাখানো রুটি রোল—যা সহজ আর পেট ভরানো খাবার। ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন—“Shorts wali desi girl।”
ভক্তরা যেখানে নীনার (Nina Gupta) সহজ-সাবলীল রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দেন, সেখানে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখে বসেন, “ভালোই, কিন্তু পা দেখাবেন না। ওগুলো টোনড নয়। আমরা কখনও দাদি-নানিদের এভাবে পা দেখাতে দেখিনি। বয়সের সঙ্গে মানানসই থাকা উচিত।”
এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে তৎক্ষণাৎ একজন নেটিজেন প্রতিবাদ করেন এবং বলেন, “একজন নারী হয়েও কী লজ্জাজনক মন্তব্য! আপনি আসলে বডি শেমিং করছেন।”
নীনা গুপ্তা নিজেও চুপ থাকেননি। সরাসরি উত্তর দিয়ে লেখেন, “ চিন্তা করবেন না। যারা এমন কথা বলে তারা আসলে হিংসায় ভোগে। কারণ তাদের শরীর এত সুন্দর নয়। তাই ওদের কথায় গুরুত্ব দেবেন না।” তাঁর এই উত্তর মুহূর্তেই ভাইরাল হয় এবং ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন।
নীনার এই জবাব প্রমাণ করে দিলেন, বয়স যাই হোক না কেন, নারীরা নিজের মতো করে পোশাক বেছে নিতে পারেন। সমাজের পুরোনো চিন্তাধারায় বাঁধা পড়ার কোনো প্রয়োজন নেই।
সম্প্রতি নীনা গুপ্তাকে দেখা গেছে অনুরাগ বসুর সিনেমা “মেট্রো… ইন দিনো”-তে। ছবিতে ছিলেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠি ও অনুপম খেরের মতো তারকারা। সিনেমাটি বক্স অফিসে সফল হয়েছে, আরেকবার প্রমাণ করেছে নীনা গুপ্তার অনবদ্য অভিনয় যাত্রা।