Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • আরিয়ান বাবার হুবহু কপি? নেটফ্লিক্স সিরিজে ছেলের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন রাজার মর্যাদা
বিনোদন

আরিয়ান বাবার হুবহু কপি? নেটফ্লিক্স সিরিজে ছেলের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন রাজার মর্যাদা

shah rukh khan aa
Email :5

গত ৪৮ ঘণ্টায় ফের একবার শাহরুখ খানকে (Shah Rukh Khan) ঘিরে উত্তেজনা চরমে। কারণ, এবার কিং খান মঞ্চে হাজির হয়েছেন ছেলের প্রথম প্রজেক্টের প্রচারে। আরিয়ান খানের প্রথম নেটফ্লিক্স সিরিজের প্রিভিউ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, আরিয়ান দেখতে একেবারে বাবার (Shah Rukh Khan) কপিক্যাট। আর এবার সেই সিরিজের প্রচারে এসে আবারও সবার মন জয় করলেন শাহরুখ খান।

মঞ্চে উঠেই তিনি (Shah Rukh Khan) জানালেন ছেলের পরিশ্রমের কথা, শেয়ার করলেন নিজের বলিউড জীবনের কিছু অজানা স্মৃতি। তবে তার থেকেও বড় খবর হলো—নিজের অসুস্থতা নিয়ে চলা নানা জল্পনার শেষ করলেন তিনি। কিছুদিন আগে খবর ছড়িয়েছিল, শাহরুখ খান (Shah Rukh Khan) শুটিং সেটে চোট পেয়ে গুরুতর অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন। সেই কারণেই তাঁর একটি হাত ব্যান্ডেজে বাঁধা অবস্থায় দেখা গেল।

শাহরুখ খান  সবার প্রশ্নের উত্তর দিয়ে হেসে বললেন, “হ্যাঁ, আমার হাতে বড় চোট লেগেছিল। অপারেশন হয়েছে। সুস্থ হতে এক-দু’মাস সময় লাগবে। তবে জাতীয় পুরস্কার নিতেও আমার একটা হাতই যথেষ্ট। আসলে আমি জীবনের বেশিরভাগ কাজই এক হাত দিয়ে করি। শুধু একটাই জায়গায় আমার দুই হাতের দরকার হয়—যখন আপনাদের ভালোবাসা দিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts