চাঞ্চল্যকর ঘটনা উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায়! সেনাবাহিনীর গাড়ি (Army Officer Car) ভেবে বন দফতর থামাল একটি ট্রাক, আর সেখান থেকে বেরিয়ে এল কোটি টাকার কাঠ পাচারের চক্রান্ত। ট্রাকের উইন্ডস্ক্রিনে বড় করে লেখা ছিল— “ARMY ON DUTY”। কিন্তু বনকর্মীরা বুঝতে দেরি করেননি, এটি ভুয়ো। সেনার নাম ভাঁড়িয়ে কাঠ পাচারের চেষ্টা করছিল মাফিয়ারা (Army Officer Car)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। গোপন সূত্রে খবর পেয়ে নর্থ রায়ডাক রেঞ্জের অফিসার শ্যামল মণ্ডল ও তাঁর দল ওঁত পেতে বসেছিলেন মারাখাতা বিটের লালচাঁদপুর এলাকায়। রাত দু’টো চল্লিশ মিনিট নাগাদ রায়ডাক চা বাগানের দিক থেকে আসা এক ট্রাককে (Army Officer Car) আটকান বনকর্মীরা। ট্রাকের সামনে সেনাবাহিনীর স্টিকার লাগানো থাকলেও ভিতরের রহস্য ফাঁস হয়ে যায় তল্লাশিতে।
অন্ধকারের সুযোগ নিয়ে চালক পালিয়ে গেলেও, ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় বিশাল সেগুন কাঠের লগ। বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। ট্রাকটি (Army Officer Car) আটক করে বন দফতরের রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর পুরো ঘটনায় শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বন দফতর।