Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পরমাণু অস্ত্রবাহী অগ্নি–৫-এর পরীক্ষা, দিঘার আকাশে আলো দেখে চাঞ্চল্য
জেলা

পরমাণু অস্ত্রবাহী অগ্নি–৫-এর পরীক্ষা, দিঘার আকাশে আলো দেখে চাঞ্চল্য

agni 5
Email :2

দিঘার আকাশে হঠাৎ অদ্ভুত আলো দেখে আতঙ্ক আর কৌতূহল— সবাই ভেবেছিলেন কোনও অজানা মহাজাগতিক ঘটনা ঘটছে (Agni 5)! ঝাউবনের মাথার উপর দিয়ে সোজা আকাশ চিরে ছুটে গেল এক রহস্যময় আলোর রশ্মি। শব্দহীন সেই ঝলকানি দেখে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, সবাই হতবাক। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আকাশে এই দৃশ্য দেখে একেবারে হৈচৈ পড়ে যায় সৈকত শহরে। তবে কয়েক মুহূর্ত পরেই মিলিয়ে যায় সেই রহস্যময় আলো (Agni 5)।

কিন্তু আসল সত্যি প্রকাশ্যে আসতেই চমকে গেলেন সকলে। ওই আলো কোনও ভিনগ্রহের বস্তু নয়, আসলে ভারতের শক্তির প্রতীক (Agni 5)! বঙ্গোপসাগরের আকাশে আগেই নোটাম জারি হয়েছিল— বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল বিশেষ কারণে। পরে জানা যায়, ওড়িশার চাঁদিপুর থেকে ভারতীয় সেনা সফলভাবে উৎক্ষেপণ করেছে ‘অগ্নি ৫’ ব্যালিস্টিক মিসাইল (Agni 5)।

এই মিসাইলের নাগাল প্রায় ৫০০০ কিমি পর্যন্ত। শুধু তাই নয়, এটি পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অগ্নি ৫’ এখন ভারতের কৌশলগত শক্তির সবচেয়ে বড় প্রতীক। পাকিস্তান-চীন— যে কোনও শত্রুপক্ষকে প্রয়োজনে মুহূর্তে জবাব দিতে সক্ষম হবে এই মিসাইল।

বিশেষ বাহিনী স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড-এর তত্ত্বাবধানে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। সেনার তিন বাহিনীকে মিলিয়ে তৈরি করা হয়েছে এই ইউনিট। অগ্নি ৫-এর সফল পরীক্ষা প্রমাণ করে দিল, ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। শুধু তাই নয়, নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল ভারত।

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts