প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতায় একসঙ্গে শুরু হচ্ছে তিনটি নতুন মেট্রো (Kolkata Metro) রুট। শুক্রবারই উদ্বোধন হবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই সম্প্রসারিত তিন লাইন। ইতিমধ্যেই গঙ্গার তলার মেট্রো চালু হয়েছে, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সংযুক্ত হয়েছে ইস্ট–ওয়েস্ট মেট্রো। এখন শহরের মাটির নিচে যেন মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছে সুড়ঙ্গপথ। তবে এবার সবটাই এক সুতোয় বাঁধা হয়ে গেল! হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে আর সময় লাগবে মাত্র ১১ মিনিট। আবার হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে ৩০-৩৫ মিনিটেই! আগে যেখানে যাত্রা করতে লেগে যেত প্রায় দু’ঘণ্টা, সেখানে এখন হাতের মুঠোয় সময় বাঁচবে অফিসযাত্রীদের। স্বাভাবিকভাবেই মুখে ফুটবে স্বস্তির হাসি (Kolkata Metro) ।
তবে সব জায়গায় খুশি নেই। কারণ এই নতুন মেট্রো চালু হলে অনেকের পেটে টান পড়তে চলেছে। সবচেয়ে বড় ধাক্কা খেতে পারেন শিয়ালদহগামী (Kolkata Metro) বাসরুটের চালক ও মালিকরা।
এতদিন হাওড়া–শিয়ালদহ রুটে (Kolkata Metro) একমাত্র ভরসা ছিল বাস। যাত্রীরা ঘেমে-নেয়ে ক্লান্ত হয়ে প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে পৌঁছতেন শিয়ালদহ। এখন সেই জায়গায় মাত্র ১১ মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব (Kolkata Metro) । আবার হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ মেট্রোয় যাওয়া যাবে মাত্র ৩৫ মিনিটে। ভাড়া? সম্ভাব্য মাত্র ৩০ টাকা। ফলে অফিসযাত্রীদের চাপ পড়বে না আর ভিড় বাস বা অটোর ওপর। এতে ক্ষতি হতে পারে বহু বাস–শাটল রুটের।
বালি হল্ট থেকে উল্টোডাঙা হয়ে যে রুটে প্রতিদিন অফিসযাত্রীরা বাসে যেতেন, সেই যাত্রাপথে এখন ব্যাপক পরিবর্তন আসবে। একে তো বাসে ছিল ভিড়, তার ওপর ছিল সময়ের অপচয়। এবার অফিসযাত্রীরা সোজা মেট্রোয় হাওড়া থেকে সেক্টর ফাইভ চলে যাবেন। এতে ক্ষতির মুখে পড়তে পারেন বালি হল্টের বাস–শাটল–অটো চালকরা। অনেকদিন ধরেই বাস মালিকরা অভিযোগ করছিলেন তেলের খরচ উঠে আসে না। নতুন মেট্রো চালু হলে তাঁদের সমস্যা আরও বাড়বে।
ডানকুনির যাত্রীদের জন্য অবশ্য সুসংবাদ। এতদিন তাঁদের অভিযোগ ছিল ট্রেনের সংখ্যা কম, ফলে ঝক্কি ছিল যাত্রায়। এবার সরাসরি সেক্টর ফাইভ থেকে হাওড়া মেট্রোয় এসে ট্রেনে করে ডানকুনি পৌঁছনো যাবে সহজেই।
অন্যদিকে, শিয়ালদহ–সেক্টর ফাইভ মেট্রো চালু হওয়ার সময় অনেকেই ভেবেছিলেন বিধাননগরে বাস–অটোর ভিড় কমবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। প্রতিদিন সকালেই বিধাননগরে ভিড় চোখে পড়ছে। এবার হাওড়া–সেক্টর ফাইভ মেট্রো চালু হলে সেই পরিস্থিতি বদলাতে পারে।
এখনও পর্যন্ত সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে ভিতরে ঢোকার জন্য হাতে গোনা অটো চলে। তবে যাত্রী ভিড় বাড়লে অটো সংখ্যাও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
শুধু এই রুট নয়, এবার চালু হচ্ছে অরেঞ্জ লাইনও। এবার থেকে নিউ গড়িয়া থেকে সরাসরি বেলেঘাটা পর্যন্ত যাওয়া যাবে। এর আগে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো ছিল, কিন্তু সেটার সুবিধা সীমিত ছিল। এবার যাত্রীরা ভরসা করতে পারবেন বেলেঘাটা পর্যন্ত মেট্রোর ওপর। ভাড়া মাত্র ২০ টাকা। তবে এখানেও সমস্যা রয়ে গেল। কারণ মেট্রো থেকে নামার পর কানেক্টিং অটো বা অন্যান্য পরিবহন সুবিধা এখনও সীমিত।
সব মিলিয়ে, কলকাতার পরিবহন ব্যবস্থা এখন একেবারে নতুন রূপ নিতে চলেছে। মেট্রো পরিষেবা যত বাড়ছে, ততই সাধারণ যাত্রীরা স্বস্তি পাচ্ছেন। তবে একই সঙ্গে বিপাকে পড়ছেন বাস, শাটল ও অটো চালকরা।