২০২৩ সালের দুর্গাপুজোয় দর্শক মাতিয়েছিল সুপারহিট ছবি ‘রক্তবীজ’। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিটি বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় তখন জাতীয় স্তরেও প্রশংসিত হয়।
এবারও পুজোর মরশুমে আসছে তার সিক্যুয়েল, ‘রক্তবীজ ২’ (Raktabeej 2)। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। আর সেই টিজার নিয়েই টলিপাড়ায় এখন উত্তেজনা। ইতিমধ্যেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদকে। তিনি লিখেছেন, “আবার রক্তবীজের (Raktabeej 2) গল্প! আজকের সময়ের জন্য দারুণ প্রাসঙ্গিক। যেন আমাদের চারপাশের অদৃশ্য বিপদের দলিল।” পাশাপাশি তাঁর মন্তব্য—“আবার পুজোয় বিজয়রথ নিয়ে আসছে এই ছবি।”
প্রসঙ্গত, কৌশিকের নিজের ছবি ‘ধূমকেতু’ ইতিমধ্যেই বাংলা বক্স অফিসে ইতিহাস গড়েছে। সবচেয়ে কম সময়ে কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি। এই সাফল্যের আবহেই তিনি ‘রক্তবীজ ২’-এর (Raktabeej 2) জন্য শুভকামনা জানিয়েছেন।
অন্যদিকে, ছবির টিজারে অভিনেতা অঙ্কুশ হাজরার খলনায়ক রূপ দেখে প্রশংসা করেছেন দেবও (Raktabeej 2)। অঙ্কুশ অভিনীত চরিত্র ‘মুনির আলম’ দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। দেব টুইট করে লিখেছেন, “টিজারটা দারুণ হয়েছে ভাই, টিমকে শুভেচ্ছা।” এদিকে ছবিতে আবার দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে তাঁর আগের চরিত্রে, অর্থাৎ অফিসার পঙ্কজ সিনহা-র ভূমিকায়।
‘রক্তবীজ ২’-এর টিজার মুক্তি পেয়েছে ১৪ই আগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে। ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায় সহ টলিউডের আরও নামী তারকারা। এবারের পুজোয় বড় পর্দায় জমজমাট লড়াই দেখা যাবে আবির এবং অঙ্কুশের মধ্যে। খলনায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অঙ্কুশ নিজেও। তাঁর কথায়, “নন্দিতা-শিবপ্রসাদদা আমাকে অন্যরকম চরিত্রে ভাবায়, এর জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।”