পুজোর ছুটিতে সিকিম ভ্রমণের পরিকল্পনা করলে এবার আর যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছনোর জন্য ফের চালু হলো হেলিকপ্টার পরিষেবা (Copter Service)। রবিবার থেকে এই পরিষেবা চালু করেছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড। এখন মাত্র আধ ঘণ্টায় আকাশপথে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়া সম্ভব হবে (Copter Service)।
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে বড়সড় এমআই-১৭২ হেলিকপ্টার চালু করা হয়েছিল বাগডোগরা থেকে গ্যাংটকের (Copter Service)পথে। কিন্তু আবহাওয়ার সামান্য সমস্যা হলেই উড়তে পারত না সেই কপ্টার। আকার বড় হওয়ায় সিকিমের বেশিরভাগ হেলিপ্যাডেও নামতে পারেনি। এর ফলে যাত্রী সংখ্যা কমে গিয়েছিল এবং এক বছরে প্রায় ২০ কোটি টাকার লোকসান হয়। তাই এবার ছোট কপ্টার চালুর (Copter Service) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের হেলিকপ্টারে ২০ জন যাত্রী বসতে পারবেন এবং প্রত্যেকে ১০ কেজি পর্যন্ত মালপত্র নিতে পারবেন। টিকিটের দাম পড়বে মাথাপিছু ৪৫০০ টাকা। টিকিট বুক করতে চাইলে অনলাইনে যোগাযোগ করা যাবে বাগডোগরা বিমানবন্দরের হেলিকপ্টার সার্ভিস অফিসে। ফোন নম্বর ০৩৫৯২-২০৩৯৬০ বা ৭৩১৮৯০৬৬৭৭। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অফিস খোলা থাকবে।
সিকিম পর্যটনের উপদেষ্টা রাজ বসু জানিয়েছেন, “পুজোর আগে এই পরিষেবা চালু হওয়া পর্যটকদের জন্য সত্যিই দারুণ খবর। এতে অনেক পর্যটক আকৃষ্ট হবেন বলে আশা করা যায়।”