Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সঙ্গীতের পর্দার জাদুকর এবার ক্যামেরার পেছনে—অরিজিতের ছবিতে কাদের দেখা যাবে জানেন?
বিনোদন

সঙ্গীতের পর্দার জাদুকর এবার ক্যামেরার পেছনে—অরিজিতের ছবিতে কাদের দেখা যাবে জানেন?

arijit singh
Email :5

গায়ক অরিজিৎ সিং এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। এতদিন তাঁর গলায় সুরে মাতোয়ারা হয়েছে সারা দেশ, এবার তিনি ক্যামেরার আড়াল থেকে সিনেমা বানাতে চলেছেন। শান্তিনিকেতনে তৈরি হয়েছে তাঁর ছবির সেট। দিনরাত সেখানে শুটিং নিয়ে ব্যস্ত অরিজিৎ (Arijit Singh), নাওয়া-খাওয়া ভুলেই প্রায় সময় কাটাচ্ছেন ক্যামেরার পেছনে।

অরিজিতের (Arijit Singh) পরিচালনায় প্রথম সিনেমা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শক ও ভক্তদের কৌতূহল তুঙ্গে। বিশেষ করে ছবির কাস্টিং নিয়ে চলছিল নানা জল্পনা। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো। জানা গিয়েছে, অরিজিতের (Arijit Singh) ছবির নাম হতে পারে ‘ভয়’। আর সেখানে একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের দুই তাবড় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পঙ্কজ ত্রিপাঠীকে। ইতিমধ্যেই নওয়াজউদ্দিন বোলপুরে পৌঁছেছেন বলেও জানা গেছে। শোনা যাচ্ছে, ছবিতে থাকতে পারেন পিযূষ মিশ্রও। যদি এই খবর সত্যি হয়, তাহলে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ও ‘সেক্রেড গেমস’-এর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন নওয়াজ-পঙ্কজ, যা দর্শকদের জন্য বড় চমক হতে পারে।

তবে আনুষ্ঠানিকভাবে অরিজিৎ (Arijit Singh) বা তাঁর টিমের কেউ কিছু জানাননি। মুখে এখনও কুলুপ আঁটা। কিন্তু জল্পনা রটেই চলেছে যে, গায়কের পরিচালনায় এমন এক দুর্দান্ত কাস্ট দেখা যাবে, যা যে কোনও দর্শকের জন্য আলাদা আকর্ষণ।

এর মধ্যেই শুটিং ঘিরে ছোটখাটো বিতর্কও তৈরি হয়েছে। কয়েকদিন আগে বোলপুরের স্থানীয় এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা অভিযোগ করেন, অরিজিতের দেহরক্ষীর আচরণে তিনি হেনস্তার শিকার হয়েছেন। যাতায়াতে বাধা দেওয়া হয়েছিল বলেও দাবি তাঁর। এই নিয়ে থানায় অভিযোগ হয়। পরে শান্তিনিকেতন থানায় উভয় পক্ষকে ডেকে আলোচনা হয় এবং অরিজিতের দেহরক্ষী আকাশ সোনা শেষমেশ ক্ষমা চান কমলাকান্ত লাহার কাছে। ফলে আপাতত সেই বিতর্ক মিটলেও সিনেমাকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts