কয়েক মাসের বিরতির পর ফের হোয়াইট হাউসের ওভাল অফিসে (Oval Office) পৌঁছলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে শুরু হওয়া এই সফরে তাঁর মনে ফিরে আসছিল আগের বৈঠকের তিক্ত অভিজ্ঞতা। আগেরবারের মতবিরোধ আর বিতর্ক সত্ত্বেও তখন তিনি হাসিমুখে বেরিয়েছিলেন (Oval Office) । এবার ফের তিনি হাজির হলেন একই জায়গায়, তবে একা নন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কিকে (Oval Office) সমর্থন জানানো ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রনেতারাও উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকা এই ‘শান্তি বৈঠকে’। বৈঠক ঘিরে অনেক আলোচনা হলেও শান্তির আলো এখনো ইউক্রেনের মাটিতে পৌঁছায়নি। বৈঠক চলার মাঝেই ইউক্রেনের রাজধানী কিভে বেজে উঠল এয়ার সাইরেন। ইউক্রেনীয় সেনাদের দাবি, রুশ বাহিনী প্রায় ১৪০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাজধানী ও অন্যান্য শহরে।
সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, আলোচনায় ট্রাম্প জানিয়েছেন সংঘর্ষ থামাতে চেষ্টা চলছে এবং কিছুটা অগ্রগতি হয়েছে। তবে তাঁর মতে, এখন ত্রিপাক্ষিক বৈঠক খুব জরুরি। ট্রাম্প বলেন, “এই যুদ্ধ শেষ হবেই। জেলেনস্কি সেটাই চান, পুতিনও চান।” তিনি আরও আশ্বাস দেন, ইউক্রেনের নিরাপত্তায় আমেরিকা সহযোগিতা করবে, যদিও আপাতত মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নেই। ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, বৈঠকের সবচেয়ে নজরকাড়া ঘটনা ঘটে তখনই যখন ট্রাম্প সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন। ফোনে ঠিক কী আলোচনা হয়েছে তা জানা যায়নি, তবে অনেকের ধারণা ত্রিপাক্ষিক বৈঠক নিয়েই কথা হয়েছে। বৈঠক শেষে জেলেনস্কি বলেন, আলোচনাটি খুব গঠনমূলক হয়েছে। ট্রাম্পও দাবি করেন, ভবিষ্যতে এমন একটি চুক্তি হবে যা ইউক্রেনের জন্য স্থায়ী শান্তি বয়ে আনবে।