ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President) ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস আগের অপমানের বদলা নিয়ে এবার হাসলেন শেষ হাসি। প্রায় পাঁচ মাস আগে আমেরিকার হোয়াইট হাউসে গিয়েছিলেন তিনি। তখন তাঁর পোশাক নিয়ে অনেক কটাক্ষ করা হয়েছিল।
২০২২ সাল থেকে লাগাতার রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত ইউক্রেন এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিদিন গোলাগুলি, ধ্বংস আর প্রাণহানির মধ্যে দেশটিকে টিকিয়ে রেখেছেন জেলেনস্কি (Ukraine President) । যুদ্ধবিধ্বস্ত একটি দেশের প্রেসিডেন্ট হয়েও তিনি বারবার বিদেশে গিয়ে সাহায্য চেয়েছেন।
ফেব্রুয়ারিতে যখন তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যান, তখন সাধারণ সেনা পোশাক পরে হাজির হন (Ukraine President)। এ নিয়ে সাংবাদিক থেকে শুরু করে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত কটাক্ষ করেন। এক মার্কিন সাংবাদিক সরাসরি তাঁকে প্রশ্ন করেছিলেন— “স্যুট পরেননি কেন? দেশের প্রেসিডেন্ট হয়ে এভাবে আসা কি ঠিক?” তখন ট্রাম্প ও অন্যরা চুপ থাকলেও, উপস্থিত ভাইস প্রেসিডেন্টের মুখে মুচকি হাসি ধরা পড়ে (Ukraine President)।
তখন মনে হয়েছিল, জেলেনস্কি অপমানিত হয়েছেন। কিন্তু সময় ঘুরল। আজ যখন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার সমর্থন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তখন সেই একই জেলেনস্কিই রাজনৈতিক মঞ্চে বড় সাফল্য পেলেন। ফলে এবার শেষ হাসিটা হাসলেন তিনি-ই।