পুজো দরজায় কড়া নাড়ছে। তার আগে জমজমাট কেনাকাটা চলছে শহরজুড়ে। কিন্তু হঠাৎ বৃষ্টি হলে মেজাজ বিগড়ে যেতে পারে (Weather Update)। তাই রবিবার বৃষ্টি হবে কি না, সেই প্রশ্নে অনেকেরই চোখ এখন আবহাওয়া দফতরের দিকে।
আবহাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেটি ওড়িশা উপকূলে গড়ে উঠবে বলে বাংলায় তার তেমন প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে হয়তো কয়েক পশলা বৃষ্টি বা হালকা পাসিং সাওয়ার হতে পারে (Weather Update)। ফলে আকাশ থাকবে মেঘলা, তবে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের বৃষ্টি অনেকটাই কমবে। কেবল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার এবং বুধবার ফের দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সময় দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং গরমে অস্বস্তিও বাড়তে পারে।
বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে শুরু করবে।
আজ কলকাতায় মেঘলা আকাশ ও কয়েক দফায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, মূলত থাকবে পাসিং সাওয়ার।