Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠাব”—তৃণমূল নেতার বিস্ফোরক হুমকি, তোলপাড় রাজনীতি!
জেলা

“চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠাব”—তৃণমূল নেতার বিস্ফোরক হুমকি, তোলপাড় রাজনীতি!

TMC Leader maldah
Email :3

মালদহের একটি তৃণমূলের দলীয় অনুষ্ঠানে (TMC Leader) বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী। প্রকাশ্যে তাঁকে বলতে শোনা যায়, বিজেপি নেতাদের তিনি চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে বাংলাদেশে পুশব্যাক করবেন, তারপর আবার ক্ষমাও চাইবেন।

মঞ্চে দাঁড়িয়ে তিনি (TMC Leader) বলেন, “বন্ধু বিজেপি, তোমাদেরও চুলের মুঠি ধরে বাংলাদেশে পুশ করে দেব। তারপর আমি ক্ষমা চাইব, বলব যে বিজেপি যে বাঙালি সেটা আমি বুঝিনি। বিজেপি করছে বলে বাংলার মানুষ নয়, তাই ভুল করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি।” তাঁর দাবি, বিজেপি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, আর সেটাই তিনি মেনে নিতে পারছেন না।

এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি পাল্টা অভিযোগ করেছে যে তৃণমূল (TMC Leader) মানুষে মানুষে বিভেদ তৈরি করছে এবং সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “আমরা মানুষের অধিকার রক্ষার লড়াই করছি। তৃণমূল মানুষকে বিভক্ত করছে।”

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য এই বিতর্ক কমানোর চেষ্টা করেন। তিনি বলেন, “কথার ছলে হয়তো কিছু বলেছেন। পুরো বক্তব্য না শুনে বলা সম্ভব নয়।”

তবে আব্দুল রহিম বক্সী একেবারেই অনুতপ্ত নন। সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি নিজের বক্তব্যে অনড় থাকেন। তাঁর কথা, “বিজেপির বড় বড় নেতারা কলকাতায় বসে ভাষণ দিচ্ছেন। তাঁদেরও পদাঘাত করে বাংলাদেশে পাঠাব।”

উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক মাসগুলোতে ‘পুশব্যাক’ শব্দটি বঙ্গ রাজনীতিতে বারবার উঠে এসেছে। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকরা প্রায়ই বাংলাদেশি ভেবে হেনস্থার শিকার হচ্ছেন এবং কখনও পুশব্যাকের ঘটনাও ঘটছে। এই প্রেক্ষাপটে তৃণমূল নেতার এহেন বক্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts