Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “হিন্দুরা ঘুমিয়ে আছে”—বক্স অফিসে ফ্লপের পর ক্ষোভ উগরে দিলেন উদয়পুর ফাইলস-এর প্রযোজক
বিনোদন

“হিন্দুরা ঘুমিয়ে আছে”—বক্স অফিসে ফ্লপের পর ক্ষোভ উগরে দিলেন উদয়পুর ফাইলস-এর প্রযোজক

udaipur files
Email :13

৮ আগস্ট ২০২৫-এ মুক্তি পেয়েছিল বিজয় রাজ অভিনীত উদয়পুর ফাইলস (Udaipur Files)। কিন্তু মুক্তির এক সপ্তাহ কাটতে না কাটতেই ছবিটি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি (Udaipur Files) মাত্র ১.৫৪ কোটি টাকা আয় করতে পেরেছে। ফলে ছবিটিকে ইতিমধ্যেই ফ্লপের তকমা দেওয়া হচ্ছে।

এই ব্যর্থতার জন্য দর্শকদের দোষারোপ করেছেন ছবির (Udaipur Files) প্রযোজক অমিত জানি। শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় (এক্স/টুইটার) পোস্ট করে ক্ষোভ উগরে দেন, বিশেষত হিন্দু দর্শকদের উদ্দেশে। তাঁর অভিযোগ, উদয়পুর ফাইলস, যা দর্জি কানহাইয়া লালের হত্যার প্রকৃত কাহিনি দেখায়, সেটিকে মানুষ উপেক্ষা করছে, অথচ সইয়ারা, ওয়ার ২ কিংবা কুলি-র মতো ছবিতে তারা কোটি কোটি টাকা খরচ করতে রাজি।

একটি টুইটে জানি লেখেন, “জিহাদে সনাতনের লড়াই আর কানহাইয়া লালের ন্যায়ের প্রচেষ্টাকে অপমান করল।”

তিনি একটি ভিডিও বার্তাতেও জানান, ছবিটি খুব শিগগিরই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হবে। কটাক্ষ করে বলেন, “মুসলিমদের জন্য এটা খুশির খবর—আর দু’দিনের মধ্যেই উদয়পুর ফাইলস হল থেকে উঠে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts