বলিউডে ফের উঠল নতুন গুঞ্জন। একদিকে আরবাজ খান ফের বাবা হতে চলেছেন, অন্যদিকে প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা (Malika Arora Khan) নাকি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই খবরের সূত্র মালাইকার সাম্প্রতিক একটি সাক্ষাৎকার।
মালাইকা (Malika Arora Khan) সেখানে জানিয়েছেন, তিনি সবসময় প্রেম এবং সম্পর্কে বিশ্বাস করেন। এমনকি বিয়েকেও তিনি অস্বীকার করেন না। তবে তাঁর মতে, মেয়েদের বিয়ের আগে সময় নিয়ে নিজেকে বোঝা উচিত এবং নিজের পায়ে দাঁড়ানো উচিত। তিনি (Malika Arora Khan) বলেন, “আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম, সেটা আমার উচিত হয়নি।”
আরও খোলাখুলি বলতে গিয়ে মালাইকা (Malika Arora Khan) বলেন, তিনি খুবই রোমান্টিক মানুষ এবং প্রেমে থাকতে তাঁর ভালো লাগে। তাই তাঁর মনে প্রেম ও বিয়ের জন্য দরজা সব সময় খোলা। হঠাৎ করেই সবকিছু ঘটে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
তাঁকে যখন সরাসরি জিজ্ঞাসা করা হয়—এই দ্বিতীয় বিয়ের পাত্র কি অর্জুন কাপুর? তখন তিনি কোনো উত্তর দেননি, শুধু হেসে বলেছেন, “সবকিছুরই সময় আছে।”
আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় ধরে মালাইকা ও অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে বলিউড সরগরম ছিল। তবে গত বছর তাঁরা প্রকাশ্যে জানিয়েছিলেন যে দু’জনেই এখন সিঙ্গল। তারপর থেকেই শোনা যাচ্ছে, মালাইকা হয়তো নতুন সম্পর্কে জড়িয়েছেন। যদিও এই বিষয়ে মালাইকা এখনো মুখ খোলেননি।