বলিউড সুপারস্টার রাজেশ খান্নার (Rajesh Khanna) জীবনের এক অজানা অধ্যায় নিয়ে তোলপাড় বলিউড। অভিনেতা অমিতাভ বচ্চনের সমসাময়িক এবং ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার খ্যাত রাজেশ খান্নার (Rajesh Khanna) ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। তাঁর স্ত্রী ছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া, তবে তাঁদের বিবাহিত জীবন সুখের হয়নি এবং আলাদা থাকতেন দু’জনেই। এবার রাজেশ খান্নার ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন অভিনেত্রী অনিতা অদবানি জানালেন, তিনি এবং রাজেশ খান্না গোপনে বিয়ে করেছিলেন।
মেরি সহেলি নামের এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অনিতা বলেন, “আমরা ঘরের মধ্যে বিয়ে করেছিলাম। আমাদের ছোট্ট একটি মন্দির ছিল, সেখানে রাজেশ আমাকে সিঁদুর পরিয়ে বলেছিলেন, ‘আজ থেকে তুমি আমার দায়িত্ব।’ আমি একটি সোনার মঙ্গলসূত্র বানিয়েছিলাম, কালো পুঁতির সঙ্গে। সেটি তিনি (Rajesh Khanna) আমাকে পরিয়ে দেন।”
তবে এই বিয়ে আইনগতভাবে কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ রাজেশ খান্না (Rajesh Khanna) কখনোই ডিম্পল কাপাডিয়াকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেননি। অনিতা আরও জানান, ডিম্পলের আগেই তিনি রাজেশের জীবনে এসেছিলেন, কিন্তু খুব ছোট বয়সের কারণে তখন বিয়ে করেননি। কিছুদিন পর তিনি আবার নিজের শহর জয়পুরে ফিরে যান।
২০১২ সালে রাজেশ খান্নার মৃত্যুর সময় অনিতা ভীষণ কষ্ট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর শেষকৃত্যে যেতে ইচ্ছে করে বাধা দেওয়া হয়েছিল। “সেই সময় বাড়ির বাইরে বাউন্সার রাখা হয়েছিল যাতে আমি ঢুকতে না পারি। আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি এই খবর। আমাকে বলা হয়েছিল, যদি যাই তবে ঢুকতে দেওয়া হবে না। তাই আমি যাইনি। কেউ কেউ বলেছিল ক্যামেরা নিয়ে যেতে, কিন্তু এমন দিনে সেটা কি সম্ভব? তাই আমি আলাদা করে মন্দিরে চৌথা করেছিলাম,” বলেন অনিতা।
শেষে তিনি বলেন, “ওই বাড়িতে গিয়ে কাণ্ড করার মানসিকতা আমার ছিল না। বরং আমার সঙ্গে যা ব্যবহার করা হয়েছিল, তা অত্যন্ত নীচ মানসিকতার পরিচয় দেয়। আমি কখনোই কাকাজির (রাজেশ খান্না) চৌথায় গিয়ে নাটক করতাম না।”
প্রাক্তন অভিনেত্রী অনিতা অদবানি দাসী (১৯৮১), আও প্যার করেঁ (১৯৮৩) ও সাজিশ (১৯৮৮)-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। রাজেশ খান্না ২০১২ সালের ১৮ জুলাই মুম্বইয়ে মারা যান দীর্ঘ অসুস্থতার পর। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন স্ত্রী ডিম্পল কাপাডিয়া ও দুই কন্যা, টুইঙ্কল খান্না এবং রিঙ্কি খান্না।