অবশেষে সামনে এল আরিয়ান খানের (Aryan Khan)প্রথম সিরিজের ঝলক। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান (Aryan Khan) এবার পরিচালকের আসনে বসছেন নেটফ্লিক্সের নতুন সিরিজ The Ba**ds of Bollywood নিয়ে। নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট আজই সিরিজটির অফিসিয়াল টিজার প্রকাশ করেছে। টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউডপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
টিজারটিকে বর্ণনা করা হচ্ছে রঙিন, বিদ্রূপাত্মক এবং মজাদার হিসেবে। অর্থাৎ, বলিউডের প্রচলিত ধারা ও সমালোচনার মাঝেই এক নতুন দৃষ্টিভঙ্গি আনছে এই সিরিজ (Aryan Khan)। নেটফ্লিক্স সামাজিক মাধ্যমে ক্লিপটি শেয়ার করে লিখেছে—“জ্যাদা হো গয়া? আদত দাল লো। The Ba**ds of Bollywood প্রিভিউ আসছে ২০ আগস্ট।”
টিজারে আরিয়ানের (Aryan Khan) কণ্ঠে শোনা যায়, “বলিউড—যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন আবার সমালোচনা করেছেন, আমিও তাই করব—অনেকটা ভালোবাসা আর সামান্য সমালোচনা।” তাঁর এই সংলাপেই স্পষ্ট সিরিজটির আসল ভাবনা—হিন্দি সিনেমার জন্য একই সঙ্গে প্রেমপত্র ও ব্যঙ্গ।
সিরিজটি সহ-নির্মাণ করেছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান। প্রায় এক বছরের বেশি সময় ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ চলছে। এখানে বলিউডের বড় বড় তারকাদের অতিথি চরিত্রে দেখা যাবে—ববি দেওল, রণবীর কাপুর, সলমন খান এবং করণ জোহরসহ আরও অনেককে। সিরিজটি মুক্তি পাবে ২০২৫ সালে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি এই প্রজেক্ট আরিয়ান খানের জন্য প্রথম পরিচালনার কাজ। শুরুতেই তিনি দর্শকদের সামনে এক সাহসী, আত্মবিশ্বাসী এবং বিনোদনে ভরপুর সিরিজ আনতে চলেছেন।