ম্মু ও কাশ্মীরের (Kashmir) কঠুয়া জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে শনিবার ও রবিবার রাতের মাঝামাঝি সময়ে। কয়েকদিন আগেই কিস্তোয়াড় জেলায় একই ধরনের মেঘভাঙার ঘটনায় ৬০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন।
অফিসিয়াল সূত্রে জানা গেছে, কঠুয়ার (Kashmir) জোধ ঘাটি এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে হঠাৎ বন্যা এবং ধ্বংসস্তূপে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে যায়। এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গ্রামটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া বৃষ্টির জেরে জম্মু-পাঠানকোট জাতীয় সড়কেও ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, জঙ্গলোটে এলাকায় প্রবল বর্ষণে ভূমিধস নেমে আসে। এতে দু’জন প্রাণ হারান। এছাড়াও বাগার্ড ও চাংড়া গ্রাম, এবং লক্ষণপুর থানার অধীন দিলওয়ান-হুটলি এলাকায়ও ভূমিধস হয়, তবে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি (Kashmir)।
এদিকে, একটি ভিডিওতে দেখা গেছে কঠুয়ার একটি থানা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। রেললাইনের একটি অংশও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ ও এসডিআরএফ-এর একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ে এখনো বিস্তারিত তথ্য আসছে বলে জানিয়েছে প্রশাসন।