Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোরের আলো ফুটতে না ফুটতেই এলভিশ যাদবের বাড়ি লক্ষ্য করে গুলির পর গুলি! কেমন আছেন ইউটিউবার
দেশ

ভোরের আলো ফুটতে না ফুটতেই এলভিশ যাদবের বাড়ি লক্ষ্য করে গুলির পর গুলি! কেমন আছেন ইউটিউবার

elvish yadav
Email :5

গুরুগ্রামের সেক্টর ৫৭-এ ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী এলভিশ যাদবের (Elvish Yadav) বাড়িতে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে তিনজন মুখোশ পরা দুষ্কৃতী মোটরসাইকেলে এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে প্রায় ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায়। তারপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির আঘাতে বাড়ির (Elvish Yadav) নিচতলা ও প্রথম তলার দেয়ালে গুলি লেগেছে। এলভিশ যাদব দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন, কিন্তু ঘটনাস্থলে তিনি (Elvish Yadav) উপস্থিত ছিলেন না। তাঁর কেয়ারটেকার ও কিছু পরিবারের সদস্য বাড়ির ভেতরে ছিলেন, তবে কেউ আহত হননি।

এলভিশ যাদবের (Elvish Yadav) বাবা জানিয়েছেন, “আমরা তখন ঘুমোচ্ছিলাম। হঠাৎ বাইক নিয়ে তিনজন মুখোশধারী আসে। একজন বাইকে বসে থাকে আর বাকি দু’জন নেমে বাড়ির দিকে গুলি চালায়। ২৫ থেকে ৩০টা গুলি ছোড়ার পর তারা পালিয়ে যায়। এলভিশ আগে কোনো হুমকি পায়নি। সে এখন শহরের বাইরে কাজে ব্যস্ত।”

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক টিম ডাকে, প্রমাণ সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে বিদেশে থাকা দুই গ্যাংস্টার, হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, এই হামলার দায় নিয়েছে। পোস্টে লেখা আছে—এলভিশ যাদব অবৈধ বেটিং অ্যাপ প্রচার করছিলেন, তাই সতর্কবার্তা হিসেবে এই গুলি চালানো হয়েছে।

এলভিশ যাদবের বয়স ২৭ বছর। তিনি প্রথমে ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা পান এবং পরে ২০২৩ সালে বিগ বস ওটিটি ২ জেতেন। তাঁর লাখ লাখ ভক্ত রয়েছে অনলাইনে, এবং তিনি বিভিন্ন মিউজিক ভিডিও ও ছবিতেও কাজ করেছেন। তবে বিতর্ক তাঁর সঙ্গী হয়েছে বারবার। গত বছর নয়ডা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল একটি মামলায়, যেখানে অভিযোগ ছিল পার্টিতে মাদক হিসেবে সাপের বিষ ব্যবহৃত হচ্ছিল। সেই মামলায় তিনি জামিন পান, তবে এখনও আইনি প্রক্রিয়া চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts