আসানসোলের (Asansol) জামুরিয়া থানার হিজলগড়ায় মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। এক বছরের শিশুকে কোলে নিয়ে ভাড়াবাড়ি থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ পাত্র নামে এক যুবক। বাড়ির মালিকের ছেলের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ (Asansol) এসে ঘরের তালা ভেঙে খাটের নিচে কাপড়ে ঢাকা অবস্থায় উদ্ধার করে বৈদ্যনাথের স্ত্রী রেণুকা দাসের মৃতদেহ।
পুলিশের (Asansol) অনুমান, বৈদ্যনাথ স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে পালিয়েছেন। বাড়ির মালিকের ছেলে তন্ময় মণ্ডল জানিয়েছেন, বছর দুই আগে এই দম্পতি এখানে ভাড়া থাকতেন। প্রেম করে বিয়ে করার পর পরিবার তাদের মেনে নেয়নি। তাই ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন। স্থানীয় একটি কারখানায় কাজ করতেন বৈদ্যনাথ।
তন্ময়ের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত (Asansol)। ঘটনার দিনও বৈদ্যনাথ বাড়িভাড়া দিতে এসেছিলেন। কোলে সন্তান ছিল। ভাড়া দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যান এবং অন্য ভাড়াটেদের বলেন যে তিনি শ্বশুরবাড়ি যাচ্ছেন। তবে স্ত্রীর কোনও খোঁজ ছিল না। জিজ্ঞাসা করলে জানান, স্ত্রী নাকি আগেই রওনা দিয়েছে।
এরপরই সন্দেহ জাগে। পুলিশে খবর দেওয়া হলে তালা ভেঙে রেণুকার লাশ পাওয়া যায়। বৈদ্যনাথের দাদাকেও খবর দেওয়া হলেও তিনি আসেননি। বর্তমানে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কেন এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।