অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, অবশেষে তা সত্যি হলো। বড় পর্দা আর ওয়েব সিরিজে কাজ করার পর আবার ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। সংবাদমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, জি বাংলার নতুন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে। ধারাবাহিকটি পরিচালনা ও প্রযোজনা করছেন সুশান্ত দাস।
শ্রুতি (Shruti Das) জানিয়েছেন, এই ধারাবাহিকের চরিত্র তাঁর আগের সব চরিত্র থেকে একেবারেই আলাদা। শেষ ধারাবাহিক শেষ হওয়ার পর অনেক অফার এলেও চরিত্র পছন্দ না হওয়ায় তিনি রাজি হননি। কিন্তু এবার চরিত্রটি তাঁর মন কেড়েছে। তাঁর চরিত্রের নাম ‘নিশা’, যে জীবনে যে কোনও উপায়ে টাকা রোজগার করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে।
এবার থাকছে আরও এক চমক। শ্রুতির (Shruti Das) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই প্রথম তাঁরা একসঙ্গে অভিনয় করছেন। ধারাবাহিকে তাঁরা দুই বোনের চরিত্রে থাকবেন। আরাত্রিকার চরিত্রের নাম ‘উজি’, যার জীবনের উদ্দেশ্য একজন সৎ ও আদর্শ মানুষ হওয়া। দুই বোনের স্বভাব ও জীবনদর্শন হবে একেবারে বিপরীত, আর সেই টানাপোড়েনই ফুটে উঠবে কাহিনিতে।
আরাত্রিকা জানিয়েছেন, এই চরিত্র তাঁর আগের কাজের থেকে সম্পূর্ণ আলাদা। ‘মিঠিঝোরা’ ধারাবাহিক শেষ করার পর তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, শ্রুতি দাসের শেষ ধারাবাহিক ছিল ‘রাঙা বউ’, যা বছরখানেক আগে শেষ হয়েছে। দুই প্রিয় অভিনেত্রীকে একসঙ্গে ছোট পর্দায় দেখতে এখনই উচ্ছ্বসিত দর্শকরা।