বিশ্বখ্যাত সাঁতারু ও প্রাক্তন বিধায়ক বুলা চৌধুরীর হুগলির হিন্দমোটর (Hindmotor) সংলগ্ন ‘সুন্দর বাড়ি’তে ফের চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারি ভেঙে, বিছানা তছনছ করে সোনার গয়না থেকে শুরু করে বহু মূল্যবান পদক পর্যন্ত নিয়ে গেছে। পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, বিদেশি পদক, সোনা-রুপো-ব্রোঞ্জের মেডেল— প্রায় সবই চুরি হয়ে গেছে। এছাড়া ঘরের দামি জিনিসও উধাও (Hindmotor)।
বর্তমানে বুলা চৌধুরী কলকাতায় থাকলেও, মাঝে মাঝে ওই বাড়িতে(Hindmotor) যেতেন। সেখানে থাকতেন তাঁর দাদা ও বৌদি। শুক্রবার তাঁর ছোট ভাই বাড়িতে গিয়ে পরিষ্কারের কাজ শুরু করার সময় এই চুরির ঘটনা ধরা পড়ে। তিনি দরজা খুলেই দেখেন, বাড়ির প্রায় সব মেডেল ও গয়না গায়েব। বাথরুমের কল, এমনকি লক্ষীর ঘট পর্যন্ত চোরেরা নিয়ে গেছে।
স্থানীয়দের মতে, বৃহস্পতিবার রাতে পিছনের দরজা ভেঙে চোরেরা ঢোকে। এর আগেও এই বাড়িতে তিনবার চুরি হয়েছে। তখন পুলিশের পিকেট বসানো হলেও পরে তা তুলে নেওয়া হয়েছিল। এরপর থেকে বাড়িটি প্রায় ফাঁকাই থাকত। খবর পেয়ে উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।