স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি জানিয়েছেন, জিএসটি ব্যবস্থায় বড় সংস্কার আনা হবে এবং তা আরও সরল করা হবে, যাতে সাধারণ মানুষের উপর করের চাপ কমে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “দিওয়ালিতে আমরা বড় উপহার পাব। কর ব্যবস্থাকে সহজ করা হয়েছে, ৮ বছর আগে জিএসটি চালু করা হয়েছিল, আর এবার দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে।”
তিনি (PM Modi) আরও বলেন, “সাধারণ জিনিসপত্রে করের বোঝা অনেকটাই কমানো হবে। এতে এমএসএমই খাতেরও বড় উপকার হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তা হয়ে যাবে, যা মানুষের জীবনকে সহজ করবে।”
উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুলাই দেশে চালু হয়েছিল জিএসটি (PM Modi)। এবার ৮ বছর পর কেন্দ্র সেই ব্যবস্থার রিভিউ করছে। এ জন্য একটি হাই-পাওয়ারড কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্যগুলির সঙ্গে আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে এবং সেই লক্ষ্যও শিগগির অর্জন করবে। তিনি বলেন, বর্তমানে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, অর্থনীতি শক্ত অবস্থায় আছে, এবং মাক্রো-ইকোনমিও স্থিতিশীল। পাশাপাশি তিনি ইউপিআই ব্যবস্থার প্রশংসাও করেন।