বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ধরপাকড় আপাতত বন্ধ হচ্ছে না। এই বিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি। আদালত জানায়, এখন কোনও নির্দেশ দিলে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির (Supreme Court) বেঞ্চ বলেন, যদি এখনই আটক প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে বৈধ নথি নিয়ে আসা মানুষও সমস্যায় পড়বেন। আবার অন্যদিকে, যারা অবৈধভাবে ঢুকেছেন, তাদের আটক না করলে তারা সহজেই ‘গায়েব’ হয়ে যেতে পারেন। সব দিক ভেবে আদালত (Supreme Court) বলেছে—এখন কোনও নির্দেশ দেওয়া হবে না, ফলে যে ধরপাকড় চলছে, তা চলবেই।
এই ধরপাকড় নিয়ে অভিযোগ উঠেছে—বাংলাদেশি সন্দেহে আসলে বাংলাভাষী শ্রমিকদেরই টার্গেট করা হচ্ছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনার খবর আসছে। এতে বিপাকে পড়ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। অভিযোগ, অনেক জায়গায় তাদের আটক করা হচ্ছে, আর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাঙালিদের হেনস্তা করা হচ্ছে।
এই অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালত সব রাজ্য ও কেন্দ্রের কাছে মতামত চেয়েছে এবং আগামী ৮ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।