Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ব্রাত্য বসুর উপর হামলার উস্কানি বিদেশ থেকে! যাদবপুরের প্রাক্তন ছাত্র ধরা পড়লেন দিল্লিতে
রাজ্য

ব্রাত্য বসুর উপর হামলার উস্কানি বিদেশ থেকে! যাদবপুরের প্রাক্তন ছাত্র ধরা পড়লেন দিল্লিতে

jadavpur university studebt
Email :5

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় এবার গ্রেফতার হলেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দোল মজুমদার। অভিযোগ, তিনি স্পেন থেকে বসে এই হামলার জন্য উস্কানি দিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, হিন্দোল স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয় (Jadavpur University)। এর আগে পুলিশ একাধিকবার তাকে নোটিস পাঠিয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়। অবশেষে বুধবার রাতে দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাকে (Jadavpur University) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে পাটিওয়ালা হাউস কোর্টে তোলা হয়।

ধৃতের মা-বাবা অভিযোগ করেছেন, তাঁদের ছেলে (Jadavpur University) ইমেল করে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল, তবুও কেন এমনভাবে তাকে গ্রেফতার ও হেনস্থা করা হলো, তা তারা বুঝতে পারছেন না।

প্রসঙ্গত, গত ১ মার্চ ব্রাত্য বসু তৃণমূলপন্থী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে অতি-বামপন্থী ছাত্ররা তাকে ঘেরাও করে কলেজে ছাত্রসংসদের নির্বাচন করার দাবি জানায়। পুলিশের দাবি, এই হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন হিন্দোল।

এর আগে মার্চ মাসে এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, যদিও তারা এখন জামিনে মুক্ত। হিন্দোল বর্তমানে স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সে পিএইচডি করছেন এবং অতীতে ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফ্রন্টের সক্রিয় সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts