Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পায়ে তীব্র ব্যথা, জ্বর— ইঁদুর জ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে গেল হু-হু করে
জেলা

পায়ে তীব্র ব্যথা, জ্বর— ইঁদুর জ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে গেল হু-হু করে

rat fever
Email :116

জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে ইঁদুরবাহিত রোগ লেপ্টোস্পাইরা বা ‘ইঁদুর জ্বর’-এর প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার নিয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত এই গ্রামে ১৫ জন এই রোগে আক্রান্ত ছিলেন (Jalpaiguri)। মঙ্গলবার গ্রাম থেকে আরও ৬৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বুধবার সেই রিপোর্ট আসতেই দেখা যায়, নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জনই শিশু-কিশোর (Jalpaiguri)। শুধু লেপ্টোস্পাইরা নয়, একই সঙ্গে আরও দু’জনের শরীরে ধরা পড়েছে স্ক্রাব টাইফাস, যা ইঁদুরবাহিত আরেকটি রোগ।

স্বাস্থ্য দফতরের অনুমান, গ্রামের একটি হ্যাচারিতে প্রচুর মুরগির মল জমে থাকায় সেখানে ইঁদুরের সংখ্যা বেড়ে গিয়েছে। সেই ইঁদুরের উৎপাত থেকে ছড়াচ্ছে এই রোগ। আক্রান্তদের সকলেরই জ্বরের সঙ্গে পায়ে তীব্র ব্যথা হচ্ছে। এই রোগ সাধারণত সহজে ধরা না পড়লেও রক্ত পরীক্ষায় তা শনাক্ত করা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts