বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা আবারও বড় বিপদে। এর আগে পর্নোগ্রাফি ভিডিও বানানো ও বিক্রির মামলায় তাঁদের নাম জড়িয়েছিল। এবার তাঁদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ (Shilpa Shetty) । ইতিমধ্যেই এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।
অভিযোগকারী হলেন ব্যবসায়ী দীপক কোঠারি। তিনি দাবি করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে শিল্পা (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা মিলে প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে মোট ৬০ কোটি টাকা নিয়েছেন। মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীকে বলা হয়েছিল এই বিনিয়োগে তাঁর ব্যবসা অনেক বড় হবে। রাজ ও শিল্পার (Shilpa Shetty) কথায় বিশ্বাস করে তিনি কোটি কোটি টাকা দেন। কিন্তু ব্যবসা বৃদ্ধির বদলে, অভিযোগ অনুযায়ী, সেই টাকা শিল্পা ও রাজ নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেন।
এই ঘটনায় দীপক কোঠারি মুম্বইয়ের জুহু থানায় মামলা করেন। পরে মামলাটি মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)-তে পাঠানো হয়। খুব শিগগিরই শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে।
উল্লেখযোগ্য যে, ২০২১ সালে পর্নোগ্রাফি তৈরির মামলায় রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, ‘হটশট’ নামের একটি অ্যাপে দেশ-বিদেশে পর্ন ভিডিও তৈরি ও বিক্রি করা হত, এবং সেই সংস্থার মালিক ছিলেন রাজ। দুই মাস জেলে থাকার পর তিনি জামিন পান। তবে ওই মামলার আর্থিক তছরুপ সংক্রান্ত তদন্ত এখনও চলছে। ইডি ইতিমধ্যেই শিল্পা ও রাজের বাড়ি এবং অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছে। ২০২৪ সালে ইডি তাঁদের ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এছাড়াও রাজ কুন্দ্রার নাম বিটকয়েন কেলেঙ্কারিতেও জড়িয়েছে।