Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • বিশ্বাস একবার ভাঙলে ফিরবে না! দাম্পত্যের এই গোপনীয়তা রক্ষা করতেই হবে
অফবিট

বিশ্বাস একবার ভাঙলে ফিরবে না! দাম্পত্যের এই গোপনীয়তা রক্ষা করতেই হবে

love story a
Email :5

দাম্পত্য জীবনের আসল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস ও ভরসা। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা মনোমালিন্য কখনওই পুরোপুরি এড়ানো যায় না। সমস্যা হলে অনেকেই বন্ধু, আত্মীয় বা পরিচিতদের কাছে সেই কথা বলে ফেলেন। কিন্তু সব বিষয় বাইরের মানুষকে জানানো ঠিক নয়। কিছু কথা শুধু স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ (Relationship Tips) থাকা উচিত।

প্রথমত (Relationship Tips), প্রত্যেকেরই কিছু ভুল ও দুর্বলতা থাকে। স্বাভাবিকভাবেই সঙ্গী আপনার সেই দুর্বলতা বা ভুল জানবেন, কিন্তু তা বাইরের কাউকে বললে সঙ্গীর মন ভেঙে যেতে পারে এবং বিশ্বাস নষ্ট হয়ে যাবে। একবার বিশ্বাস ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না।

দ্বিতীয়ত (Relationship Tips), দাম্পত্য জীবনে মতের অমিল হওয়া স্বাভাবিক। মাঝে মাঝে ঝগড়া হবে, রাগ-অভিমানও হবে। কিন্তু সেই অশান্তি তৃতীয় কাউকে জানালে তিনি আপনার সঙ্গী সম্পর্কে নেতিবাচক ধারণা পেতে পারেন, যা ভবিষ্যতে সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলবে।

তৃতীয়ত (Relationship Tips), স্বামী-স্ত্রীর আয়-ব্যয়ের হিসেব, আর্থিক অবস্থা বা ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা বাইরের কাউকে জানানো উচিত নয়। এতে বিশ্বাস নষ্ট হতে পারে এবং অপ্রয়োজনীয় সমস্যার সৃষ্টি হতে পারে।

চতুর্থত, দাম্পত্যের অন্তরঙ্গ মুহূর্ত বা বেডরুমের ঘটনা কোনওভাবেই বাইরের কারও কাছে আলোচনা করা উচিত নয়, এমনকি মজার ছলেও নয়। এগুলো একান্ত ব্যক্তিগত বিষয়।

পঞ্চমত, সঙ্গী যদি আপনাকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত অনুভূতি, সুখ-দুঃখ বা মনের কথা শেয়ার করেন, তবে তা অন্য কাউকে জানানো উচিত নয়। এতে বিশ্বাস ভেঙে যায় এবং সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। সুখী দাম্পত্যের জন্য এই বিষয়গুলো মনে রাখা জরুরি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts