শাহরুখ খান বলিউডের বাদশা (Shahrukh Khan)। একেকটি ছবির জন্য তিনি এখন ১০০ কোটিরও বেশি পারিশ্রমিক নেন। তাঁর ঝুলিতে আছে ১০০০ কোটির বক্স অফিস রেকর্ড এবং মোট সম্পত্তি ৭০০০ কোটিরও বেশি। তবুও তিনি নিজেকে ‘গরিব’ বলে দাবি করেন (Shahrukh Khan)।
এক সাক্ষাৎকারে শাহরুখ (Shahrukh Khan) বলেন, তাঁর বড় বাড়ি, অফিস এবং দামি ছবিগুলোই আসল সম্পদ। তাঁর বেশিরভাগ অর্থ ছবির পেছনেই খরচ হয়। তিনি রেস্তোরাঁয় খান না, বাড়িতেই যা রান্না হয় তাই খান, পোশাকও কেনেন না—যা আছে সবই তাঁর সংস্থার মাধ্যমে পাওয়া।
শাহরুখের দাবি, একটানা সাত দিন দেখা করলে দেখা যাবে তিনি একই প্যান্ট পরেছেন। নিজের জন্য কিছু কেনেন না, বরং মানুষকে উপহার দিতে ভালোবাসেন। সন্তানদের ইচ্ছে পূরণ করতেই আনন্দ পান। গান শোনেন না বলে তাঁর কাছে স্পিকারও নেই। প্রচুর জুতো আছে, কিন্তু সেগুলোও শুটিং থেকেই পাওয়া। তিনি কেবল স্নিকার্স পরেন।
অর্থের ব্যাপারে তিনি ভীষণ যত্নশীল এবং অপচয় করেন না। তবে শাহরুখ স্বীকার করেছেন, তাঁর আসল কষ্ট হয় তখন, যখন কোনও সম্পর্ক ভেঙে যায়। করণ জোহরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন—”আমি শুধু তখনই কষ্ট পাই, যখন সম্পর্ক ভেঙে যায়।”