মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur) এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ট্রাকের ধাক্কায় স্ত্রীকে হারালেন এক যুবক, আর রাস্তায় অসহায়ভাবে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ ফিরেও তাকাল না। শেষ পর্যন্ত স্ত্রীর মৃতদেহ নিজের মোটরবাইকের পিছনে বেঁধে বাড়ি ফেরার পথে রওনা দেন তিনি (Nagpur)। এই মর্মান্তিক দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটে ৯ আগস্ট, রাখিবন্ধনের দিন, নাগপুর-জবলপুর জাতীয় সড়কে (Nagpur)। ৩৫ বছরের অমিত যাদব স্ত্রী গার্সী যাদবকে নিয়ে মোটরবাইকে করে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের করনপুর যাচ্ছিলেন। করনপুর ছিল তাঁদের স্থায়ী বাড়ি, যদিও কাজের জন্য তাঁরা থাকতেন লোনারাতে (Nagpur)। পথে একটি বেপরোয়া ট্রাক তাঁদের বাইকে ধাক্কা মারে। গার্সী রাস্তায় পড়ে যান, আর ট্রাকটি তাঁর উপর দিয়েই চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অমিত সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। হতাশ হয়ে তিনি স্ত্রীর দেহ নিজের বাইকের পিছনে বেঁধে করনপুরের উদ্দেশে রওনা দেন। সেই সময়কার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা নেটিজেনদের মধ্যে তীব্র আবেগের সঞ্চার করেছে।
পথে পুলিশ তাঁকে থামায় এবং মৃতদেহ নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করেছে এবং জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।