Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ক্ষীরগঙ্গার তাণ্ডবের পর বিক্ষোভ—৫ লক্ষের বদলে ৫ হাজারে ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী
দেশ

ক্ষীরগঙ্গার তাণ্ডবের পর বিক্ষোভ—৫ লক্ষের বদলে ৫ হাজারে ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী

Uttarakhand aaa
Email :9

উত্তরকাশীতে (Uttarakhand) ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সব হারানো পরিবারগুলির হাতে প্রতিশ্রুত ৫ লক্ষ টাকার বদলে মাত্র ৫ হাজার টাকার চেক তুলে দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, মুখ্যমন্ত্রী (Uttarakhand) পুষ্কর সিং ধামি ঘোষণা করেছিলেন যে যাঁদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বা যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু বাস্তবে তাঁদের হাতে পৌঁছেছে মাত্র ৫ হাজার টাকা, যা তাঁরা অপমানজনক বলে মনে করছেন।

এই অনুদান প্রত্যাখ্যান করে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তরা (Uttarakhand) রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের বক্তব্য, এই সামান্য অর্থে নতুন করে জীবন শুরু করা সম্ভব নয়।

উত্তরকাশীর (Uttarakhand) জেলা শাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, আপাতত প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণ মূল্যায়ন শেষ হলে পরে যথাযথ অর্থ প্রদান করা হবে।

গত মঙ্গলবার দুপুরে উত্তরকাশীর (Uttarakhand) ক্ষীরগঙ্গা নদীর অববাহিকার ধারালি গ্রামে হঠাৎ হড়পা বান নেমে আসে । সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতে ভেসে যাচ্ছে বাড়ি, দোকান, হোটেল ও হোমস্টে। পিটিআই সূত্রে জানা যায়, অন্তত ২০-২৫টি হোটেল ও হোমস্টে পুরোপুরি ধ্বংস হয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে উপচে পড়া ক্ষীরগঙ্গা নদীর জল পাহাড়ি গ্রামকে গ্রাস করে ফেলে। দুই তীরের বহু ঘরবাড়ি ভেসে যায়। এই ভয়াবহ ঘটনায় প্রায় ৫০ জন নিখোঁজ এবং অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগের খবর পেয়েই রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতিশ্রুত বড় অঙ্কের সাহায্য এখনো পর্যন্ত তাদের হাতে আসেনি, বরং নামমাত্র টাকা দিয়ে সরকার দায় সেরে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts