Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ব্যারিকেড না সরানো পর্যন্ত বসে থাকব! – চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাস্তায় অসুস্থ তিলোত্তমার মা, উত্তাল কলকাতা!
রাজ্য

ব্যারিকেড না সরানো পর্যন্ত বসে থাকব! – চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাস্তায় অসুস্থ তিলোত্তমার মা, উত্তাল কলকাতা!

tilottama mother
Email :8

নবান্ন অভিযানের উত্তাপের মাঝেই নাটকীয় মোড়—শনিবার আন্দোলনের ময়দানে অসুস্থ হয়ে পড়লেন তিলোত্তমার মা (Nabanna Abhijan)। ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি জানিয়েছিলেন, শান্তিপূর্ণ মিছিলে অংশ নিতে গিয়েই তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে, তাঁকে মারধর করা হয়েছে (Nabanna Abhijan)। অভিযোগ অনুযায়ী, একাধিক পুরুষ ও মহিলা পুলিশকর্মী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, পিঠে আঘাত করে এবং তাঁর স্বামীকেও মারধর করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন, “আমাদের কাছে আদালতের অনুমতি ছিল শান্তিপূর্ণ মিছিলের জন্য, অথচ পুলিশ সব মিছিল আটকে দিয়েছে। প্রচুর মানুষ এসেছিল আমাদের সঙ্গে, কিন্তু সবাইকে আটকে রাখা হয়েছে। এখন এখানে কয়েকজন মানুষ ছাড়া পুলিশ অফিসারের সংখ্যাই বেশি।”

ডিসি পোর্ট অবশ্য তাঁর অভিযোগ খারিজ করে দিয়ে দাবি করেন, কেউ তিলোত্তমার মাকে (Nabanna Abhijan) মারেনি। কিন্তু নির্যাতিতার মা স্পষ্ট ভাষায় জানান, “যতক্ষণ না পুলিশ ব্যারিকেড সরাবে, আর কেন আমাকে মারল তার জবাব দেবে, ততক্ষণ আমি এখানেই বসে থাকব।”

এরপর অভিযানের (Nabanna Abhijan) মাঝেই হঠাৎ করে তাঁর মাথা ঘোরা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আন্দোলনস্থলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে, সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন, আর প্রশ্ন ওঠে—এই কি তবে ন্যায়ের পথে হাঁটার মূল্য?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts