নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা। একদিকে ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়, অন্যদিকে তাঁদের রুখতে প্রস্তুত হয়ে ময়দানে নেমেছে পুলিশ বাহিনী। পরিস্থিতি যতই উত্তপ্ত হচ্ছে, ততই নতুন নতুন সংহতির ছবি ধরা দিচ্ছে। তিলোত্তমার মা-বাবার লড়াইয়ে এবার কাঁধ মিলিয়ে দাঁড়ালেন কালীগঞ্জের তামান্নার পরিবার (Nabanna Abhijan)। কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন ভয়াবহ এক দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে—তৃণমূলের জয় নিশ্চিত হতেই এলাকায় শুরু হয়েছিল বিজয় মিছিল, আর সেই মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই প্রাণ হারিয়েছিল চতুর্থ শ্রেণির ফুটফুটে তামান্না।
ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও, এখনও অনেক অভিযুক্ত ধরা পড়েনি বলে অভিযোগ (Nabanna Abhijan)। তাঁদের গ্রেপ্তারের দাবিতে মৃত তামান্নার মা সাবিনা ইয়াসমিন ও বাবা হোসেন শেখ দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনিক ভবনের সামনে ধরনায় বসে রয়েছেন। কিন্তু এবার তাঁরা সেই প্রতিবাদের মঞ্চ পেরিয়ে সরাসরি আসছেন নবান্ন অভিযানের ময়দানে (Nabanna Abhijan)।
স্টেশনে (Nabanna Abhijan) দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তামান্নার মা বলেন, “তামান্না যেমন আমার মেয়ে, তেমনই আরজি করের যে মেয়েটা, সেও একজনের সন্তান। ওরও এখনও বিচার হয়নি, আইনও ন্যায় দিতে পারেনি। তিলোত্তমার মা-বাবাকে দেখছি, রাস্তায় রাস্তায় ঘুরছেন, কাঁদছেন। আমি জানি না, আমার মেয়ের বিচার কোনওদিন পাব কিনা। কিন্তু এই লড়াইয়ে আমি তাঁদের সঙ্গে আছি। তাই নবান্ন অভিযানে যাচ্ছি।”
শহরের রাজপথে এমন দুই শোকাহত পরিবারের এক হওয়া নিঃসন্দেহে নবান্ন অভিযানকে নতুন মাত্রা দেবে, আর পুলিশের জন্য পরিস্থিতি সামলানো আরও চ্যালেঞ্জিং করে তুলবে।