কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে এসেছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে অপ্রত্যাশিত বিতর্ক (Ditipriya-Jeetu)। ধারাবাহিকের নায়ক ও নায়িকার মধ্যে তীব্র বাক্যবিনিময়ের খবর প্রকাশ্যে আসে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু করে দেয়। এই বিতর্কের সূত্রপাত হয়, যখন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় সোশ্যাল মিডিয়ায় এক গোপন ‘অনৈতিক’ হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন v। যদিও সরাসরি নাম উল্লেখ না করলেও, দর্শক ও সমালোচকরা বুঝতে পারেন, এই অভিযোগ ধারাবাহিকের সহঅভিনেতা জীতু কামালের দিকে ইঙ্গিত করছিল। এই ঘটনার পরেই জীতু কামালও সোশ্যাল মিডিয়ায় নিজেদের চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে (Ditipriya-Jeetu)।
এই বিবাদের মধ্যেই ধারাবাহিকের ভবিষ্যত নিয়ে শোরগোল শুরু হয়, প্রশ্ন উঠতে থাকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক কি বন্ধ হতে চলেছে? নায়ক-নায়িকা কি আর একসঙ্গে কাজ করবেন? তবে শুক্রবার দুপুরেই জীতু কামাল স্পষ্ট করে দেন, তিনি ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন না (Ditipriya-Jeetu)। এদিকে, দিতিপ্রিয়া কতটা এগিয়ে যাবেন তা নিয়ে ছিল শঙ্কা। তবে প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় অবশেষে সকল ভুল বোঝাবুঝি মিটে যায়। শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টের মাধ্যমে জীতু কামাল জানিয়ে দেন, “প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।”
এই ঘোষণার পর ধারাবাহিকের ভক্তরা শান্তি পেয়েছেন, কারণ তাদের প্রিয় সিরিয়াল আবারও পুরোদমে চলবে (Ditipriya-Jeetu)। কাজের স্বার্থে নায়ক-নায়িকা সমস্ত মনোমালিন্য ভুলে আবার একই ফ্রেমে কাজ শুরু করতে চলেছেন। এই নতুন সন্ধান যে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে, সে বিষয়ে ভক্তদের আশাবাদ আরও প্রবল হয়েছে।