বাংলাদেশে ফের সাংবাদিক (Journalist) খুন, আর তা ঘিরে উত্তাল জনমত। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তোলাবাজির খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন ৩৮ বছরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (Journalist)। বুধবার রাতে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, আর তা দেখে হতবাক দেশজুড়ে মানুষ।
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা তুহিন ‘দৈনিক প্রতিদিন’-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন (J0urnalist)। ঘটনার দিন তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় দুষ্কৃতীদের চাঁদাবাজির ভিডিও রেকর্ড করছিলেন। ঠিক তার পরদিন রাত সাড়ে আটটার সময় পাঁচ-ছ’জন অস্ত্রধারী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তুহিন প্রাণ বাঁচাতে ইদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তিনজন দুষ্কৃতী ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে (Journalist)। বাইরে আরও দু’জন রামদা হাতে পাহারা দিচ্ছিল। রক্তাক্ত অবস্থায় তুহিনের মৃত্যু হলে তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম জানিয়েছেন, তিনি বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে মারার হুমকি দেওয়া হয়। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনার কিছুক্ষণ আগে তুহিন তাঁর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে গাজীপুর চৌরাস্তার রাস্তা পারাপারের বিশৃঙ্খল দৃশ্য দেখা যায় (J0urnalist)।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহম্মদ রবিউল হাসান জানিয়েছেন, কিছু ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে, এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। বাসন থানার ওসি শাহিন খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এ ঘটনার মাত্র কয়েকদিন আগে একই ধরনের খবর সংগ্রহ করতে গিয়ে গাজীপুরেই দুষ্কৃতীদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন। অভিযোগ অনুযায়ী, সাহাপাড়া এলাকায় প্রতিদিন প্রতিটি অটোরিকশা থেকে ৩০-৪০ টাকা করে চাঁদা তোলা হয়, এবং তা প্রকাশ করতে গিয়েই আনোয়ারকে প্রায় ১৫-১৬ জন মিলে আক্রমণ করে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।