দমদম বিমানবন্দরে ফের অবাক করা কাণ্ড! ভুয়ো ভারতীয় পাসপোর্ট হাতে জার্মানি যাওয়ার চেষ্টাকালে ধরা পড়লেন এক বাংলাদেশি নাগরিক (Bangladeshi)। শুক্রবার দুপুরে বিমান ওঠার আগেই ইমিগ্রেশন চেকিংয়ের সময় ফাঁস হয়ে যায় তাঁর পরিকল্পনা। ধৃতের নাম সৌমিক বড়ুয়া—বাংলাদেশি পাসপোর্টে এমনই পরিচয় রয়েছে। কিন্তু বিমানবন্দরে তিনি হাজির হন ‘বিভাস রায়’ নামে একটি ভারতীয় পাসপোর্ট নিয়ে।
সূত্রের খবর, ইমিগ্রেশন আধিকারিকরা প্রথমেই তাঁর ভারতীয় পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে অস্বাভাবিকতা টের পান। পরে সৌমিকের আসল বাংলাদেশি পাসপোর্টও পাওয়া যায়, যেখানে ছবিটি ভারতীয় পাসপোর্টের ছবির সঙ্গে পুরোপুরি মিলে যায় (Bangladeshi)। মুহূর্তেই বেড়ে যায় সন্দেহ, আর তখনই আটক করা হয় তাঁকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না পেয়ে বিমানবন্দরের আধিকারিকরা খবর দেন এয়ারপোর্ট থানায়। পুলিশ এসে সৌমিককে গ্রেপ্তার করে এবং হেফাজতে নেয়। আজই তাঁকে বারাকপুর আদালতে পেশ করা হবে (Bangladeshi)।
পুলিশের প্রাথমিক অনুমান, সৌমিক অনেক দিন আগে বৈধ পথে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন (Bangladeshi)। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ফিরে যাননি। বরং এখানে থেকেই কোনও জালিয়াত চক্রের সাহায্যে নিজের জন্য নতুন পরিচয় বানিয়েছেন এবং ভুয়ো ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছেন (Bangladeshi)। তদন্তকারীরা এখন খুঁজে বের করার চেষ্টা করছেন, কার সাহায্যে এই জাল নথি তৈরি হয়েছে এবং তার সঙ্গে কলকাতায় চলা জাল পাসপোর্ট চক্রের কোনও যোগ আছে কি না। কলকাতা পুলিশের হাতে আগেই এই মামলায় একাধিক গ্রেপ্তারি হয়েছে, আর সৌমিকের গ্রেপ্তার সেই তদন্তে নতুন মোড় আনতে পারে।