ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কে আরও একবার তৈরি হল অচলাবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্যারিফ নিয়ে (Tariff War) জট না কাটলে ভারতের সঙ্গে কোনও বাণিজ্যিক দরকষাকষি হবে না। সম্প্রতি ভারতের উপরে শুল্ক দ্বিগুণ করার পরই এ বার এল তাঁর এই নতুন বার্তা।
ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প (Tariff War) । সেখানেই প্রশ্ন ওঠে, ভারতের পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর দুই দেশের মধ্যে কবে থেকে বাণিজ্যিক আলোচনা (Tariff War) শুরু হবে? এক মুহূর্ত দেরি না করে ট্রাম্পের জবাব— “যতক্ষণ এই ট্যারিফের সমস্যা সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার কোনও প্রশ্নই ওঠে না।”
বুধবারই আমেরিকা ঘোষণা করেছে, ভারতের পণ্যের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে (Tariff War) । আগের ২৫ শতাংশের সঙ্গে মিলিয়ে শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে। ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্যই এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। এমনকি সতর্কবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, ভারত যদি নিজের অবস্থান না বদলায়, তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হতে পারে।
তবে পাল্টা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Tariff War) । গতকালই তিনি প্রকাশ্যে জানিয়েছেন, “কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবার আগে। ভারত কখনও কৃষক, পশুপালক বা মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমি জানি, এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত। দেশের কৃষক ও মৎস্যজীবীদের জন্য ভারত সবসময় প্রস্তুত থাকবে।”